কক্সবাজারে পুলিশ-জামায়াত সংঘর্ষে নিহত ৫

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার উত্তর ধুরুং বাজারে পুলিশের গুলিতে জামায়াতে ইসলামীর ৪ কর্মীসহ ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ধুরুং বাজারে হরতাল পরবর্তী সমাবেশের আয়োজন করে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
মাগরিবের নামাজের সময় পুলিশ সমাবেশের মাইক কেড়ে নেয় এবং মঞ্চ দখলে নেয়। এক পর্যায়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে পুলিশকে ধাওয়া করে। এসময় পুলিশ সমাবেশে আসা নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি চালায়।
এতে ঘটনাস্থলেই নিহত হন উত্তর থুরুং ইউনিয়নের জামায়াত কর্মী আবু আহমদ (৫৫), লেমশাখালী ইউনিয়নের আজিজুর রহমান (২৮),তাজুল ইসলাম (২৯) ও পারভেজ (২৪)।
এছাড়াও অজ্ঞাত আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহরিয়ার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুতুবদিয়া থানার ওসি জহিরুল ইসলামের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ নিহতের সংখ্যা দুইজন দাবি করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button