খালেদা জিয়ার মামলা ৭ জানুয়ারি পর্যন্ত মুলতবি

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বুধবার দুপুরে বিচারক আবু আহমদ জমাদারের আদালতে শুনানি শেষে পরবর্তী এই দিন ধার্য করেন আদালত।
শুনানি শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে বুধবার দুপুরে সোয়া ১২টার দিকে রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত হন বিএনপি চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার আগমনকে কেন্দ্র করে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হন আদালত প্রাঙ্গণে।
এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দেয়াকে কেন্দ্র করে রাজধানীর বকশিবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
বিএনপিকর্মীরা সকাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল গেটসহ (মেডিক্যাল মোড়) বকশিবাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালালে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি, টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে। একপর্যায়ে পুরো বকশিবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিএনপি নেতাকর্মীরা বকশিবাজার এলাকার বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল বের করে। সংঘর্ষের সময় ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ১২ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিক্যালের সামনে নেত্রকোণা-১ আসনের এমপি ছবি বিশ্বাসের পাজেরো জিপে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে ছবি বিশ্বাস আহত হন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button