মসজিদ হচ্ছে দ্বীনি শিক্ষা অর্জনের মূল কেন্দ্র বিন্দু : অর্থমন্ত্রী

Abul Malঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেছেন, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলা এবং ইসলামী ভাবধারায় জীবন পরিচালনা করতে মসজিদের শিক্ষাকে কাজে লাগাতে হবে। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে মসজিদের ভূমিকা অনস্বীকার্য। মসজিদ হচ্ছে দ্বীনি শিক্ষা অর্জনের মূল কেন্দ্র বিন্দু। এ মসজিদে বসেই আল্লাহর খাঁটি মুমিনরা তাঁর ইবাদত করে। তবে মসজিদকে সব রকম রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। এই মসজিদের সঠিক রক্ষণা-বেক্ষণের মাধ্যমেই পরকালীন মুক্তি লাভ করা যায়।
তিনি শনিবার সকালে ১ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নগরীর দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্ট জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কদমতলী পয়েন্ট জামে মসজিদের মুতাওয়াল্লী এর হাজী মানিক মিয়ার সভাপতিত্বে ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রইছ আলী, সিলেট এলজিডি’র প্রকল্প পরিচালক পি.কে চৌধুরী, মহানগর আওয়ামীলীগ নেতা হাজী হেলাল বকস, ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুল, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ হাজী নাসির উদ্দিন, সদস্য রফিকুল ইসলাম রুফু, হাজী সানুর বকস, উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আনু, মোঃ আব্দুল মোমিন বাচ্চু, মোঃ শাহনাজ, শাহজাহান আহমদ, কওছর মিয়া, তেরু মিয়া, সাহেদ আহমদ
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও অতিথিবৃন্দ সহ এলাকাবাসীকে সাথে নিয়ে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কদমতলী পয়েন্ট জামে মসজিদের ইমাম মাওলানা নূরুল ইসলাম বাহুবলী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button