‘ড্যাডি, তুমি কি ’লেকশনে জিতেছো ?’

Cameronব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নির্বাচনী প্রচারণা শেষে যখন তার অক্সফোর্ডশায়ারের বাসায় ফিরতেন তখন প্রতিদিনই তার ৪ বছর বয়সী কন্যা ফ্লোরেন্সের কাছ থেকে একটি প্রশ্ন শুনতে হতো- ‘ড্যাডি, তুমি কি ’লেকশনে জিতেছো?’ প্রতিবারই ক্যামেরনের কাছ থেকে সে একই জবাব পেতো- ‘না ফ্লো, এখনো ’লেকশনে জিতিনি।’ তারপর শুক্রবার সকালে এলো সেই মাহেন্দ্রক্ষণ। যুক্তরাজ্যের কয়েক দশকের মধ্যে সবচেয়ে নাটকীয় নির্বাচনে সব পূর্বাভাসকে ভুল প্রমাণিত করে নিরঙ্কুশ জয় পায় ডেভিড ক্যামেরনের দল কনজারভেটিভ পার্টি।
৬৫০ আসনের বৃটিশ সংসদে কনজারভেটিভরা একাই পায় ৩৩১ আসন। এরপর আবার ডাউনিং স্ট্রিটের বাসায় ফিরে আসে ক্যামেরনের পরিবার। যথরীতি ফ্লোরেন্সকে কোলে তুলে নিলেন ক্যামেরন। তাকে আদর করলেন এবং বললেন- ‘ফ্লো, আমরা ’লেকশনে জিতেছি, আমরা জিতে গেছি।’ এবার দারুণ খুশি ফ্লোরেন্স। চিৎকার দিয়ে ফ্লোরেন্স বলে উঠল- ‘হুরে’ ব্যক্তিগত জীবনে ক্যামেরন চার সন্তানের বাবা। তাদের প্রথম সন্তান শিশুকালেই মারা গেছে। এখন দুই কন্যা এবং এক ছেলে নিয়ে সুখের সংসার তার।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button