কলকাতার অতিথি ফারুকী…

Farukiভারতের ‘এফএফএসআই  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অতিথি হিসেবে যোগ দিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী । ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়া প্রথমবারের মতো এই উৎসবের আয়োজন করেছে। ৩ আগস্ট কলকাতার নন্দন-২ এ উদ্বোধনী অুনষ্ঠানে বক্তব্য রাখেন ফারুকী। এসময় আরো উপস্থিত ছিলেন ভারতীয় নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নন্দন-২ এর প্রধান নির্বাহী যাদব মন্ডল। এদিন ফারুকীর নন্দিত চলচ্চিত্র ‘পিপড়াবিদ্যা’ প্রদর্শিত হয়। এসময় উপস্থিত ছিলেন ছবিটির নায়িকা শিনা চৌহান এবং ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
মোস্তফা সরয়ার ফারকী জানিয়েছেন, ‘আমি ব্যক্তিগতভাবে বুদ্ধদেব দাশগুপ্তের ভক্ত। এবারের সফরের সবচেয়ে বড় ব্যক্তিগত পাওয়া বোধহয় সত্যজিৎ পরবর্তী ভারতীয় চলচ্চিত্রকারদের মধ্যে আন্তর্জাতিক ভাবে সবচেয়ে বেশি সমাদৃত বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে একই মঞ্চে অতিথি হয়ে বসা। শুধু বসেই যাতে শেষ না হয় সেজন্যই কিনা কে জানে, বক্তৃতা দিতে উঠে উনি যেভাবে আমার কাজের প্রশংসা করতে থাকলেন তাতে আমি এক সময় লজ্জায় বুঝতে পারছিলাম না মঞ্চে বসে আমার এক্সপ্রেশন কি হওয়া উচিত।’
উৎসবটি ৭ আগষ্ট পর্যন্ত চলবে। এতে বাংলাদেশসহ আফগানিস্তান, ডেনমার্ক, ইরান, মায়ানমার, ফিলিপাইন, সার্বিয়া, সুইডেনের দশটি সিনেমা প্রদর্শিত হবে।
উল্লেখ্য, উৎসবে অংশ নিতে ২ আগষ্ট সন্ধ্যায় সস্ত্রীক ঢাকা ঢাকা ছাড়েন ফারুকী। দু’ একদিনের মধ্যেই দেশে ফিরবেন বলে জানা গেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button