বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বিদায় জার্মানির

germanপ্রথম রাউন্ডে এমন শিরোনাম দেখতে হবে এটা বোধহয় স্বপ্নেও ভাবেননি কোনো ফুটবলভক্ত। তবে রাশিয়া বিশ্বকাপে অন্য এক চিত্রনাট্য রচনা করে যাচ্ছেন ফুটবলবিধাতা। যেখানে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হলো জার্মানির মতো হেভিওয়েট দলকে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে জার্মানরা। তবে এবারের আসরে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েও বিদায় নিতে হলো এশীয় দলটিকে।
খেলার সব ধরণের সমীকরণকে টপকে দিলো দক্ষিণ কোরিয়া। খেলার শেষ মুহূর্তে জার্মানির জালে গোল করে কোরিয়া। তবে রেফারির অফসাইড কল দিলেও ভিডিও আম্পেয়ায় গোলের সিদ্ধান্ত দেয়। এরই মধ্যে আবারো জার্মানির বারে গোল করে কোরিয়া। এতে কোরিয়া দুই গোলে এগিয়ে থাকে।
খেলার বেশিরভাগ নিয়ন্ত্রণ ছিল জার্মানির হাতে। রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় মেক্সিকোর বিপক্ষে পরাজয় শুরু জার্মানির।
দক্ষিণ কোরিয়া একাদশ: জো হিউন উ (গোলরক্ষক), লি ইয়ং, ইউন ইয়ুং সুন, হং চুল, কিম ইয়ুং গুন, জ্যাং হিউন সু, জাং উ ইয়ং, মুন সিওন-মিন, লি জায়ে-সুং, সন হিউং মিন, কো জা সেউল ।
জার্মানি একাদশ: ম্যানুয়েল নুয়্যার (গোলরক্ষক), হোনাস হেক্টর, ম্যাটস হামেলস, নিকলাস শুলে, জসুয়া কিমিচ, স্যামি খেদিরা, টনি ক্রুস, মেসুত ওজিল, লিওন গোরেতজা, টিমো ওয়ার্নার, মার্কো রেউস ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button