ইন্দোনেশিয়ার নির্বাচনে ভালো করেছে ইসলামি দলগুলো

Indonasiaইন্দোনেশিয়ার ইসলামি দলগুলো সাধারণ নির্বাচনে প্রত্যাশার চেয়েও বেশি ভোট পেয়েছে বলে জানা গেছে। বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ৯ মার্চ সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। দেশটিতে নির্বাচনে কারচুপি ও দুর্নীতির কেলেঙ্কারি ঘটা সত্ত্বেও ইসলামি দলগুলো এ সাফল্য লাভ করেছে।
দেশটির পাঁচটি কট্টরপন্থী জাতীয় ইসলামি দল মোট ভোটের ৩২ শতাংশ লাভের চেষ্টা করছে। তারা ২০০৯ সালের পার্লামেন্ট নির্বাচনের চেয়ে কিছুটা ভালো করেছে। গবেষণা প্রতিষ্ঠান সিএসআইএসএর ত্বরিত ভোট গণনায় এ কথা জানা গেছে।  নির্বাচনের আগেও জনমত জরিপে দেখা যায়, ইসলামি দলগুলো খারাপ করবে। বৌয়ার গ্রুপ এশিয়া কনসালট্যান্সির রাজনৈতিক বিশ্লেষক ডগলাস র‌্যামেজ বলেন, এ থেকে নিশ্চিত হওয়া যায়, ইসলামপন্থীদের প্রতি স্বাভাবিক সমর্থন ৩০ শতাংশ। তা ছাড়া দেশের বেশ কিছু এলাকায় তারা এখনো অনেক জনপ্রিয়। অবশ্য বুধবারের নির্বাচনে তাদের শক্তির প্রমাণ পাওয়া গেলেও তাদের নিজেদের মধ্যে বিভক্তির কারণে জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে জোট গঠন করে তারা প্রার্থী দিতে পারবে বলে মনে হয় না। কিন্তু পিকেবি, ন্যাশনাল ম্যান্ডেট পার্টি প্রভৃতি ইসলামি দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়ার নির্বাহী পরিষদের চেয়ারম্যান মুলিয়া লুবিস।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button