স্নোডেনকে আশ্রয় দিতে সম্মত দুই দেশ
সাবেক মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্ট এডওয়ার্ড স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দিতে সম্মত হয়েছেন ভেনেজুয়েলা ও নিকারাগুয়ার প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, ‘আমার দেশ মার্কিন তথ্য ফাঁসকারী স্নোডেনকে আশ্রয় দিতে প্রস্তুত।’ উল্লেখ্য, স্নোডেন গত ২৩ জুন থেকে মস্কোর একটি বিমানবন্দরে অবস্থান করছেন।
এদিকে, নিকারাগুয়ার প্রেসিডেন্ট ডেনিয়েল ওরতেগা বলেন, ‘এই পরিস্থিতিতে তাকে আশ্রয় দেয়া আমাদের দায়িত্ব।’ অন্যদিকে আশ্রয়ের জন্য আরো ছয়টি দেশে শুক্রবার আবেদন করেছেন স্নোডেন। এর আগে, এডওয়ার্ড স্নোডেন ২১টি দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন কিন্তু বেশিরভাগ দেশই তার আবেদন প্রত্যাখ্যান করেছে। এএফপির খবরে বলা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির স্বাধীনতা দিবসের দিনে স্নোডেনকে আশ্রয়ের ব্যাপারে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘ভেনিজুয়েলার বলিভারিও প্রজাতন্ত্র ভেনিজুয়েলার রাষ্ট্র প্রধান হিসেবে আমি এই সিদ্ধান্তে উপনিত হয়েছি যে, মানবিক দিক বিবেচনা করে আমরা সাবেক মার্কিন গোয়েন্দা এজেন্ট স্নোডেনকে আশ্রয় দেব। এদিকে, সাবেক মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্ট এডওয়ার্ড স্নোডেনের বিরুদ্ধে মামলা করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।