সিলেট স্টেডিয়াম দেখে মুগ্ধ বিসিবি সভাপতি

Sylhetপ্রস্তুত সিলেট। সবুজের সমারোহে বন্দি স্টেডিয়াম এখন পুরোপুরি বদলে গেছে। রাতে ফ্লাড লাইটের বর্ণিল আলোয় আলোকিত হয়ে উঠে চায়ের দেশের নতুন এই স্টেডিয়াম। রোববার সিলেটে আসছে আইসিসির টিম। তার আগে শেষ বারের মতো বৃহষ্পতিবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন মাঠ পরিদর্শন করে গেলেন। আসন্ন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম ভেন্যু লাক্কাতুরাস্থ সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন পাপন। সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে সিলেট এসে পৌঁছান বিসিবি সভাপতি। প্রায় ২ ঘণ্টা তিনি নির্মাণাধীন সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থান করেন এবং গ্রান্ডস্ট্যান্ড, গ্রিন গ্যালারি, মিডিয়া সেন্টার, কার পার্কিং, গ্যালারি, ইনডোরসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। পরে তিনি সিলেট বিভাগীয় স্টেডিয়ামের নির্মাণ কাজের অগ্রগতিতে তার সন্তুষ্টির কথা জানান। এ সময় নাজমুল হাসান পাপনের সঙ্গে বিসিবি পরিচালক মাহবুব আনাম, লোকমান হোসেন ভূঁইয়া, শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট ডিএফ’র সভাপতি মাহি উদ্দিন সেলিম উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামকে দেশের সেরা স্টেডিয়াম হিসেবে অবহিত করে বিসিবি সভাপতি বলেন, ‘বিসিবির এডহক কমিটির দায়িত্ব নেয়ার পর টি-টোয়েন্টি বিশকাপের জন্য আমরা কয়েকটি নতুন স্টেডিয়াম করতে চেয়েছিলাম। পরিকল্পনা অনুযায়ী সিলেট ও কক্সবাজারে আন্তর্জাতিক ভেন্যু হয়েছে। তবে কক্সবাজারকে আমরা টি-টোয়েন্টির ভেন্যু হিসেবে রাখতে পারিনি। সিলেটকে ভেন্যু হিসেবে রাখা হয়েছে। চা বাগান আর টিলা ঘেরা সিলেট বিভাগীয় স্টেডিয়াম ইতিমধ্যেই দেশের অন্যতম সুন্দর ক্রিকেট ভেন্যু হিসেবে সবার দৃষ্টি কেড়েছে। আসছে ১লা  ডিসেম্বর সিলেট বিভাগীয় স্টেডিয়াম চূড়ান্ত পরিদর্শনে আসবে আইসিসি পরিদর্শক দল। আশা করছি ওই দিনই সিলেট বিভাগীয় স্টেডিয়াম আইসিসির কাছ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের চূড়ান্ত ছাড়পত্র লাভ করবে। তিনি বলেন, আমি এর আগেও একবার সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে গিয়েছিলাম। সে তুলনায় স্টেডিয়াম এখন অনেকটাই বদলে গেছে। বাংলাদেশে যতো স্টেডিয়াম আছে সবগুলোর চেয়ে সুন্দর সিলেট বিভাগীয় স্টেডিয়াম। প্রাকৃতিক সৌন্দর্যময় এমন স্টেডিয়াম বিশ্বে খুব কমই রয়েছে। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে একটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে বলে তিনি ঘোষণা করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button