যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ড্রাগ টানেল আবিষ্কার

USAমাটির নিচে আলো ঝলমলে সুরঙ্গ, ব্যবহার হয় ‘অন্ধকার’ কাজে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে এমন আরো একটি ড্রাগ টানেল খুঁজে পেয়েছেন মার্কিন কর্মকর্তারা। বিদ্যুত সংযোগ, রেললাইন রয়েছে টানেলে; আছে বাতাস চলাচলের সুব্যবস্থা। এর ভেতর পাওয়া গেছে ৮ টন মারিজুয়ানা ও ১শ’ ৪৭ কেজি কোকেন।
গত ৫ বছরে প্রায় ৮০টি ড্রাগ টানেলের সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার খুঁজে পাওয়া টানেলটি একেবারেই আনকোরা। এই সুরঙ্গপথ যুক্ত করেছে সানডিয়াগো, ক্যালিফোর্নিয়া ও মেক্সিকোর টি তিহুয়ানাকে। মেক্সিকোর গণমাধ্যম জানিয়েছে, সুরঙ্গের একটি মুখ রয়েছে  তিহুয়ানা এয়ারপোর্টের কাছাকাছি।
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টম এনফোর্সমেন্ট’এর (আইসিই) এক বিবৃতিতে জানানো হয়, এটি একটি অত্যাধুনিক ভূগর্ভস্থ চলাচলের পথ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button