গুয়ান্তানামোতে এখনও ৭৫ বন্দি অনশনরত

Guwantaকিউবার কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে অনশন ধর্মঘটে থাকা বন্দিদের সংখ্যা ৭৫ জনে নেমে এসেছে। গত সপ্তাহে এ সংখ্যা ছিল ১০৬। কিউবায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির শীর্ষস্থানীয় এক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল স্যাম হাউজ জানান, অনশন ধর্মঘটে থাকা ওই ৭৫ কয়েদির মধ্যে ৬৭ জন গত বুধবার একবেলার খাবার গ্রহণ করেছে। তিনি বলেন, তা সত্ত্বেও তাদের অনশন ধর্মঘটরত বন্দিদের তালিকায় রাখা হয়েছে। কারণ হিসেবে স্যাম উল্লেখ করেন, এ তালিকা থেকে তাদের নাম বাদ দেয়ার জন্য দিনে কমপক্ষে তিনবার পুুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। সর্বনিম্ন যে মাত্রার ক্যালরি প্রয়োজন, সেটাও গ্রহণ করতে হবে। একই সঙ্গে অনশনরত বন্দিদেরও অবশ্যই ওই তালিকা থেকে নিজেদের নাম অপসারণের ইচ্ছা প্রদর্শন করতে হবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এদিকে গুয়ান্তানামোতে ৪৬ বন্দিকে নাকে টিউবের মাধ্যমে খাবার খাওয়ানো হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button