গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র নির্বাচন কমিশন গঠন

গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র নির্বাচনি কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। গত ৮ ডিসেম্বর, মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদার এবং কোষাধ্যক্ষ কাওসার আহমেদ জগলুর স্বাক্ষরিত নিয়োগপত্র কমিশন সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
গঠিত কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এবং গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র তিনবারের নির্বাচিত প্রেসিডেন্ট, সাংবাদিক ও লেখক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল। কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব সায়েদ আহমদ সাদ এবং সিইজি ইউকে ক্যারম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেলিম উদ্দিন চকলাদার।
নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আব্দুল বারী নাছির, মাওলানা মো. শওকত আলী, আমিনুল হক জিলু, তমিজুর রহমান রঞ্জু, মিছবাহুল হক মাছুম, ইকবাল আহমদ চৌধুরী, কামাল উদ্দিন, একলিম চৌধুরী, আব্দুল কাদিরসহ বোর্ড অফ ডাইরেক্টরস কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেন বলেন, “সফল ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং অন্যান্য কমিশনাররা নির্বাচন পরিচালনায় সংগঠনের সকল সদস্যদের সহযোগিতা কামনা করে জানান, খুব শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button