লন্ডনে আন্তর্জাতিক সম্মেলন ও রোডশো
“বাংলাদেশ পুনর্গঠন – তারেক রহমানের সংস্কার, গণতন্ত্র ও জবাবদিহিতার ভিশন” সফলভাবে সম্পন্ন
গত রবিবার সন্ধ্যায় বাংলাদেশ টুমরো ফোরাম (BTF) এবং বিএনপি সাইবার ফোর্স-এর সহযোগিতায় সেন্ট্রাল লন্ডনের রয়্যাল ন্যাশনাল হোটেল-এ আন্তর্জাতিক সম্মেলন ও রোডশো অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শিরোনাম ছিল: “বাংলাদেশ পুনর্গঠন – তারেক রহমানের সংস্কার, গণতন্ত্র ও জবাবদিহিতার ভিশন”।
সম্মেলনে বাংলাদেশের ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতি নিয়ে সমসাময়িক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে বই প্রকাশনা, গান উদ্বোধন, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে। প্রধান আকর্ষণ ছিল বিএনপি’র ৩১ দফা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংস্কার, গণতন্ত্র ও জবাবদিহিতার ভিশন উপস্থাপন।
এই উপলক্ষে প্রকাশিত হয়েছে দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ: “বাংলাদেশ পুনর্গঠন: বিএনপি’র ৩১ দফা – তারেক রহমানের সংস্কার, গণতন্ত্র ও জবাবদিহিতার ভিশন” (লেখক: রাজ মাসুদ ফরহাদ) “বিএনপির ৩১ দফা: তারেক রহমানের বাংলাদেশ পুনর্গঠন রূপরেখা” (লেখক: রাজ মাসুদ ফরহাদ)।
অনুষ্ঠানে উদ্বোধন করা হয়েছে দুটি নতুন প্রচারণা গান: “সবার আগে বাংলাদেশ”, গীতিকার: রাজ মাসুদ ফরহাদ, “ভোট দেবো ভাই ভোট দেবো”, গীতিকার: রাজ মাসুদ ফরহাদ
প্রদর্শিত হয়েছে তিনটি প্রামাণ্যচিত্র: “শহীদ জিয়াঃ যোদ্ধা, বীর, দেশপ্রেমিক”, গবেষণা ও পরিচালনা: রাজ মাসুদ ফরহাদ, নির্বাচনী প্রামাণ্যচিত্র “সবার আগে বাংলাদেশ”, গবেষণা ও পরিচালনা: রাজ মাসুদ ফরহাদ, “কোল্লাপাথর শহীদ সমাধিস্থল, কসবা, ব্রাহ্মণবাড়িয়া”, গবেষণা ও পরিচালনা: শেলি মান্নান।
সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য, গণতন্ত্র, জাতীয় উন্নয়ন এবং বৈশ্বিক সম্পৃক্ততায় বিএনপি’র অবদান তুলে ধরা হয়েছে।
বক্তব্য রাখেন বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ, ব্রিটিশ রাজনীতিবিদ, আন্তর্জাতিক শিক্ষাবিদ এবং ব্যবসায়ী নেতারা। বিশেষ ভাষণ দেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি (ভার্চুয়াল অংশগ্রহণে)।
উপস্থাপনায় ছিলেন: আমান্দা বারেট, আঞ্জেলিকা ওয়াইটকফ, ইব্রাহিম মিয়া (বাংলাদেশ টুমরো ফোরাম ও বিএনপি সাইবার ফোর্স সদস্য)।
বাংলাদেশ টুমরো ফোরাম এবং বিএনপি সাইবার ফোর্স-এর প্রেসিডেন্ট রাজ মাসুদ ফরহাদ বলেন, “আমরা গ্রন্থগুলো এবং এই উদ্যোগের মাধ্যমে তারেক রহমানের ভিশন সারাবিশ্বে ছড়িয়ে দিতে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে বৈদেশিক বিনিয়োগ, বাণিজ্যিক ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা সম্ভব হবে। শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমানের আদর্শ অনুসরণ করে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্টিফেন বার্ড, চেয়ারম্যান, রিফর্ম ইউকে এনফিল্ড শাখা, ওলিভিয়া, চেয়ারম্যান, রিফর্ম ইউকে হ্যামারস্মিথ ও ফুলহ্যাম শাখা, ফায়েজ হোসেন, যুক্তরাষ্ট্র, টেক্সাস, উপদেষ্টা, বাংলাদেশ টুমরো ফোরাম ও বিএনপি সাইবার ফোর্স, সাইফুল ইসলাম ভূঁইয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক, আশিয়ান গ্রুপ, শামসুল আলম লিটন, সম্পাদক, সাপ্তাহিক সুরমা, এম সুমন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী, যুক্তরাজ্য সংসদ নির্বাচন, এস আহমেদ সাদিক, উপদেষ্টা, বাংলাদেশ টুমরো ফোরাম ও বিএনপি সাইবার ফোর্স; প্রেসিডেন্ট, মাহবুব আলী খান স্মৃতি সংসদ, প্রবাসী সংগঠক, গবেষক ও সমাজসেবকবৃন্দসহ আরও অনেকে।
সমাপ্তিতে অনুষ্ঠিত হয় নেটওয়ার্কিং ডিনার ও রিসেপশন, যেখানে সাংবাদিক, শিক্ষাবিদ ও বিশ্লেষকরা মতবিনিময় করেন।
এই তাৎপর্যপূর্ণ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে, এবং আয়োজকরা ভবিষ্যতেও তারেক রহমানের ভিশন সারাবিশ্বে ছড়িয়ে দিতে আরও অনুষ্ঠান আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।



