যুক্তরাষ্ট্রে নকল বন্দুকধারী বালককে গুলি করে হত্যা করল পুলিশ

USযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নকল বন্দুক বহন করার কারণে পুলিশের গুলিতে নিহত হলো ১৩ বছর বয়সী শিশু। মঙ্গলবার এ ঘটনা ঘটে। আলজাজিরা, রয়টার্স। শান্তা রোসা শহরের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা কিশোরটিকে বন্দুকটি ফেলে দিতে বললে সে তা করতে রাজি হয়নি। আর পুলিশ ভেবেছিল সেটা আসল বন্দুক। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত কিশোরটির নাম অ্যান্ডি লোপেজ। লোপেজের বাবা রড্রিগো লোপেজ জানিয়েছেন, নকল বন্দুকটির মালিক হলো অ্যান্ডির এক বন্ধু। পুলিশ জানায়, কিশোরটির কটিবন্ধে প্লাস্টিকের আরো একটি রিভলবার পাওয়া গেছে। আর তার হাতের বন্দুকটি ছিল একটি নকল রাইফেল। পুলিশ কর্মকর্তা স্টিভ ফ্রেইটাস এ ঘটনাকে ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন। এ ঘটনার স্বচ্ছ তদন্তের ব্যাপারেও তিনি প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান। ছেলেটির স্কুলের এক মুখপাত্র তাকে খুবই জনপ্রিয় এবং সুদর্শন বলে উল্লেখ করেন। তিনি বলেন, অ্যান্ডিকে সবাই খুব পছন্দ করত। এ ঘটনার এক দিন আগে দেশটির নেভাডায় ১২ বছরের এক বালক স্কুলে তার গণিত শিককে গুলি করে হত্যা করে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button