প্রবাসীদের উদ্যোগে এনআরবি হাসপাতাল নির্মানে ২.৫ মিলিয়ন পাউন্ড সংগ্রহ

বাংলাদেশ ওসমানী নগরে হাসপাতাল প্রতিষ্টার জন‍্য এক চ‍্যারেটি ডিনার গত রবিবার সন্ধ‍্যায় রমফোর্ডের দ্য সিটি প্যাভিলিয়নে অনুষ্টিত হয়। সময় বাডার সাথে সাথে চ্যারিটি ডিনার রুপ নেয় সমাবেশে। মানব কল্যাণে ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে যুক্তরাজ‍্য প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগ—এমনটাই জানিয়েছেন অনুষ্টানে আগত অতিথিরা।
বক্তারা বলেন, ২৫০ শয্যার আধুনিক এনআরবি হাসপাতাল হবে প্রবাসীদের চিরস্মরণীয় দান, যা উপকৃত করবে সিলেটসহ পুরো উত্তর-পূর্ব বাংলার দেড় কোটিরও বেশি মানুষকে। এনআরবি হাসপাতাল উদ্যোগটি বাংলাদেশের স্বাস্থ্য, জনসংখ্যা ওপুষ্টি খাত উন্নয়ন কর্মসূচির লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এবংজাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি-৩) এর অধীনেসর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ তহবিল সংগ্রহের এ আয়োজন ছিলো নজিরবিহীন। অনুষ্টানে প্রবাসী ব্যবসায়ী, কাউন্সিলর, রাজনীতিবিদ ও বিভিন্ন সংগঠনের আট শতাধিক প্রতিনিধি উপস্থিত হয়ে হাত প্রসারিত করেন মানবিক উদ্দেশ্যে। শুধুমাত্র এই অনুষ্ঠানে সংগ্রহ হয় ২.৫ মিলিয়ন পাউন্ড।
মিডিয়া ব‍্যক্তিত্ব ফারহান মাসুদের উপস্থাপনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি শেখ সাআদ আহমেদ। অনুষ্টানে হাসপাতালের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রতিষ্টাতা ব‍্যারিস্টার লুৎফুর রহমানের স্বাগত বক্তব্যের মধ‍্যদিয়ে শুরু হওয়া অনুষ্টানে বক্তব‍্য রাখেন, উমরপুর ইউনিয়নের চেয়ারম‍্যন গোলাম কিবরিয়া, ক‍্যানারী ওয়ারফ গ্রুপের সাবেক পরিচালক ডা. জাকির খান, সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক, মোঃ মাহফুজুর রহমান মিলন, NHS কনসালটেন্ট ও চেয়ারম্যান, RFC ডা. জিয়াউল হক, Medics Across Borders (MAC) সিইও সালমান মুজতবা, মার্কেটিং ও ব্র্যান্ডিং ডিরেক্টর আরাফ বিন তারেক, সিনিয়র প্রজেক্ট ডিরেক্টর শরিফুল ইসলাম সিকদার, সিইও ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুল্লাহ-আল-হারুন, সলিসিটার ও প্যাট্রন আবুল কালাম, এশিয়া কারীর প্রেসিডেন্ট ইয়াওয়ার খান, বিবিসিসিআই প্রেসিডেন্ট রফিক হায়দার, এনআরবি ব‍্যাংকের চেয়ারম‍্যান ইকবাল আহমেদ OBE, নাশীদ পরিবেশন করেন মাওলানা সুলতান, কবিতা আবৃত্তি করেন রেজওয়ান চৌধুরী ও ফকরুল আম্বিয়া প্রমূখ।
আয়োজকরা জানান, সিলেটের উমরপুরে হাসপাতালের জন্য ইতিমধ্যেই পাঁচ একর জমি দান করেছেন ব্যারিস্টার লুৎফুর রহমানের পরিবার। পূর্ণাঙ্গ স্থাপত্য ও প্রকৌশল নকশা সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে ১৫০ জন সমর্থকের কাছ থেকে সংগৃহীত হয়েছে ২.৫ মিলিয়ন পাউন্ড।
আয়োজকদের প্রত্যাশা, ইউরোপ, আমেরিকা ও বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাসীদের সহায়তায় এ তহবিল সংগ্রহ কার্যক্রম আরও বিস্তৃত হবে। একদিন এনআরবি হাসপাতাল দাঁড়াবে প্রবাসী বাংলাদেশিদের অবদান ও মানবকল্যাণের প্রতীক হয়ে।
অনুষ্টানে অংশগ্রহনকারী সংগঠন হচ্ছে, জলি ফ্যামিলিজ ফাউন্ডেশন,বিবিসিসিআই, উজ্জ্বল অ্যান্ড ফ্রেন্ডস, খানাইঘাট এসোসিয়েশন,বালাগঞ্জ সমিতি, ইনগিডো, বিবিএসসিএ, এলআর নানাবাড়ি, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল, নবীগঞ্জ এসোসিয়েশন, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন, জলালাবাদ প্রবাসী, ওসমানীনগর ফুটবল এসোসিয়েশন, জিএসসি, গ্রেটার সিলেট কমিউনিটি, জলালাবাদ প্রবাসী, বিশ্বনাথ এডুকেশন, এসএসবিএস, একাউন্ট্যান্ট ক্লাব, ডাক্তার্স এসোসিয়েশন, মহিলা অঙ্গন, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, নোয়াখালী, সি৪ সিটিজি, জগন্নাথপুর, জকিগঞ্জ এসোসিয়েশন, মৌলভীবাজার ক্রিকেট এসোসিয়েশন, এম আফসার উদ্দিন, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম – দুদু, ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে, রংপুর ডিভিশনাল সমিতি, ইউকে।
এনআরবি হাসপাতালের চেয়ারম্যান মো. লুতফুর রহমান বলেন, “এটি প্রবাসীদের স্বাস্থ্য উন্নয়নে অংশগ্রহণের একটি নতুন মডেল।আমাদের লক্ষ্য হলো প্রতিটি উদ্বৃত্ত অর্থ পুনরায় সেবার সম্প্রসারণ, চিকিৎসা গবেষণা এবং গ্রামীণ স্বাস্থ্য কর্মসূচিতে বিনিয়োগ করা।লাভের পরিবর্তে টেকসই উন্নয়নই আমাদের মূল উদ্দেশ্য। -খালেদ মাসুদ রনি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button