অতিথিদের ঐতিহ্যবাহী ফল ও সুস্বাদু খাবারে আপ্যায়ন

তারক মুসলিম সেন্টারের ব্যতিক্রমী বাংলাদেশী ফল উৎসব

ইসলামী মূল্যবোধে উৎসাহ, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ মানবিক কাজে উদ্ভুদ্ধ করণ এবং মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মানে মুসলিম সমাজকে উৎসাহিত করতে এসেক্সের তারক মুসলিম সেন্টার এন্ড স্ট্যানফোর্ড জামে মসজিদে ব্যতিক্রমধর্মী এক ফল উৎসব আয়োজন করে কমিউনিটির মানুষের কাছে ভিন্নমাত্রার পরিচিতি পেয়েছে। আল্লাহরঘর মসজিদ যেন হয় সকল উত্তম কাজের কেন্দ্রস্থল সেই প্রেরণা থেকে তারা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে দাওয়াতের কাজ করে যাচ্ছেন। গত সোমবার (৩০ জুন) তেমনি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন “বাংলাদেশী জাতীয় ফল উৎসব।”
মসজিদের মুসল্লিয়ান এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক অতিথি ও মসজিদের স্থানীয় মুসল্লি অংশগ্রহণ করেন।
বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, মৌসুমী আম, তরমুজ, আনারসসহ বিভিন্ন ফল এবং অন্যান্য নানা পদের ফল ও খাবার পরিবেশন করা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, আল্লাহর ঘর মসজিদ প্রত্যেক মুসলমানের জন্য সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, রাজনীতিসহ প্রত্যাহিক জীবনের সকল মানবিক কর্মকান্ড শিক্ষার কেন্দ্রস্থল। মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ হলে সমাজে শান্তি ফোয়ার আসবে। পারস্পরিক সম্পর্কের উন্নতি হবে। মানুষের মানুষে ভেদাভেদ থাকবে না। মানুষ বুঝতে শিখবে কোনটা ভালো এবং কোনটা খারাপ।
বক্তারা কমিউনিটির অন্যান্য মসজিদ ও ইসলামী সেন্টার গুলোতে তারক মুসলিম সেন্টারের মত আয়োজন করতে উৎসাহ দিয়ে বলেন, এরকম আয়োজন আমাদের সমাজের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে। শৃঙ্খলা তৈরী হবে।
আয়োজকরা জানান, এ ধরণের আয়োজনের উদ্দেশ্য প্রবাসে নতুন প্রজন্মকে বাংলাদেশের ঐতিহ্যবাহী ফলমুল ও খাদ্যসংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং কমিউনিটিতে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করা।
অতিথিদের আপ্যায়নে শুধু ফলই নয়, ছিল বিভিন্ন প্রকার দেশীয় মুখরোচক খাবারও। ভাত, মাছ, মাংস, ডালসহ ছিল একটি পূর্ণাঙ্গ ও ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন। মিষ্টান্নসহ সুস্বাদু আয়োজন অতিথিদের মধ্যে আনন্দ ও প্রশংসা কুড়ায়।
তারক মুসলিম সেন্টারের চেয়ারম্যান ড. মুহাম্মদ সিরাজ আলী’র সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুনতাক্বিম, তারক কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর কায়সার আব্বাস, টাওয়ার হেমলেট্স কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ, দ্যা সানরাইজ টুডে‘র সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও উপস্থাপক এনাম চৌধুরী, টাওয়ার হেমলেট্স কাউন্সিলের সাবেক স্পিকার খালেস উদ্দিন আহমেদ, কাউন্সিলর কবির আহমেদ, তারক মুসলিম সেন্টারের ভাইস-চেয়ারম্যান মুরাদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল বারী, সেক্রেটারী আহমেদ চৌধুরী অপু, ভাইস-চেয়ারম্যান শায়েস্তা মিয়া, ট্রেজারার আশরাফ আলী, এসিস্টেন্ট ট্রেজারার সাখাওয়াত হোসাইন চৌধুরী, লুৎফুর রহমান, গ্রেইস পার্ক মসজিদের ট্রাষ্টি হেলাল উদ্দিন, ইমাম হাফিজ মাওলানা সৈয়দ আসিফ আহমদ, ইমাম হাফিজ মাওলানা জাকওয়ান আহমদ, আইটি স্পেশালিস্ট মাওলানা নোমান আহমদ ও দ্যা সানরাইজ টুডে’র ডিজিটাল নিউজ এডিটর ফজলু মিয়াসহ মসজিদ কমিটির বিভিন্ন পর্যায়ের দ্বায়িত্বশীলবৃন্দ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button