এসেক্সে সংবর্ধনায় সাবেক মেয়র আরিফুল হক
প্রবাসীরা দেশের জন্য সব কিছু দিয়ে সহযোগিতা করে থাকেন
বিএনপি চেয়ারপার্সন’র উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসীরা দেশের জন্য সব কিছু দিয়ে সহযোগিতা করে থাকেন। সিলেট সিটি কর্পোরেশনের সড়ক গুলো প্রশস্ত করণ এবং অন্যান্য সংস্কারে জন্য নগরবাসী নিঃশর্তে বিনিময়হীন ভাবে প্রায় ১৪ হাজার কোটি টাকার ভূমি ছেড়ে দিয়েছেন। পৃথিবীর কোনো শহর বা নগরে এমন উদাহরণ নেই যেখানে উন্নয়নের জন্য ভূমি অধিগ্রহনে নাগরিকগণ তাদের সম্পদের বিনিময় মূল্য গ্রহণ করেনি। সিলেট নগরের মানুষ সে ক্ষেত্রে বিস্ময়কর উদাহরণ। রাস্তা প্রশস্ত করতে নিজের বেডরুমের জায়গা পর্যন্ত ছেড়ে দিতে দ্বিধা করেননি। এর চেয়ে বড় হৃদয়ের পরিচয় আর কি হতে পারে?
সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমি এই নগরীর আলো-বাতাসে বড় হয়েছি। এই নগরীর মানুষের স্নেহ-ভালোবাসা, শ্রদ্ধা-সম্মান যে টুকু পেয়েছি সেটার বিনিময় দেয়ার সাধ্য আমার নেই। তাই কঠিন সময়েও আমি এই নগর ছেড়ে পালাইনি। আল্লাহ আমাকে সুযোগ দিলে বর্ধিত সিলেট নগরীর সমস্যা সমাধান এবং একটি সর্বাধুনিক নগরী গড়ে তুলতে আমৃত্যু কাজ করে যাবো। আরিফুল হক চৌধুরী বলেন,সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান আমাকে কাজ করা শিখিয়েছেন। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি কাজ করার। আমার দল আমাকে যে ভাবে জনগণের কল্যাণে কাজে লাগবে আমি সে ভাবেই কাজ করবো। তিনি আবারো প্রবাসী সিলেটবাসীর সহযোগিতা কামনা করে বলেন, আপনাদের স্নেহ-ভালোবাসার ঋণ আজীবন স্মরণ রাখবো।
গত মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় এসেক্সে’র টারক মুসলিম সেন্টার ইউকের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথা গুলো বলেন। বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক তরক মুসলিম সেন্টার এবং স্ট্যানফোর্ড জামে মসজিদের চেয়ারম্যান ডক্টর সিরাজ আলী‘র সভাপতিত্বে সাংবাদিক ও টিভি উপস্থাপক এনাম চৌধুরী’র পরিচালনায় মসজিদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী এসময় প্রবাসীদের বিভিন্ন দাবী-দাওয়ার প্রতি একাত্বতা প্রকাশ করে বলেন, আমি যদি আপনাদের দোয়া ও ভালোবাসায় আগামীতে যথাযতসুযোগ পাই তাহলে আমার সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিলেটকে আধুনিক নগরী হিসাবে গডে তুলবো। তিনি বলেন, যুক্তরাজ্যে বসবাসরত নতুন প্রজন্মকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। আমি এবং আমার দল ক্ষমতায় আসলে আমরা সেই চেষ্টা করবো।
ডক্টর সিরাজ আলী বলেন, আরিফুল হক চৌধুরী মানুষের জন্য কাজ করে যে ভালোবাসা বা সম্মান অর্জন করেছেন সেটার শেকড় অনেক গভীর। আরিফ সিলেট নগরীকে সত্যিকার ভালোবাসেন। সিলেট নগরীতে আরিফুল হকের মাধ্যমে যত উন্নয়ন হয়েছে সে গুলো চোখে দেখার মতো।তিনি বলেন আমি রাজনীতির বাহিরের মানুষ। সমাজের কল্যানে কাজ করতে চেষ্টা করি। আরিফুল হকের মতো মানুষকে আমি স্নেহ, সম্মান ও শ্রদ্ধা জানাই।
অনুষ্টানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান, বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর শরীফ হাসান আল বান্না, তরক কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর কায়সার আব্বাস, টাওয়ার হেমলেট্স কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ, তরক মুসলিম সেন্টার‘র ভাইস-চেয়ারম্যান আব্দুল বারী, দ্যা সানরাইজ টুডে‘র চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম বিইইএম, কমিউনিটি ব্যক্তিত্ব সুলায়মান আহমেদ।
স্ট্যানফোর্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ আসিফ আহমদের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মসজিদের ভাইস-চেয়ারম্যান মুরাদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, অর্গানাইজিং সেক্রেটারী বদরুল আলম, এসিস্টেন্ট সেক্রেটারী নাফি আহমেদ চৌধুরী, এসিস্টেন্ট ট্রেজারার সাখাওয়াত হোসাইন চৌধুরী, মসজিদ কমিটির সদস্য আইটি স্পেশালিস্ট ও সানরাইজ টুডে’র নির্বাহী সম্পাদক নোমান আহমদ, গ্রেইজ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মুরাদ আহমেদ, গ্রেইজ মসজিদের জয়েন্ট সেক্রেটারী জগলুর রহমান, কেনভি আইল্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ সাফওয়ান আল মাহমুদ প্রমুখ।