ইসরাইলী কেবিনেটে গাজা দখলের পরিকল্পনা অনুমোদন

ফিলিস্তিনীদের গাজায় সামরিক অভিযানের পরিসর বাড়ানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভা। যার মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে, ফিলিস্তিনী অঞ্চল বিজয়। এই উদ্দেশ্যে ইসরাইল ১০ হাজার রিজার্ভ সৈন্য তলব করেছে। ইসরাইলী ত্রান অবরোধের ফলে একটি মানবিক বিপর্যয়ের ব্যাপারে জাতিসংঘের হুঁশিয়ারীর মধ্যে তারা এই পদক্ষেপ নিয়েছে। কেবিনেট কর্তৃক রাতারাতি অনুমোদন করা এই পরিকল্পনায় আরো অন্তর্ভূক্ত রয়েছে, অবরুদ্ধ গাজায় উপত্যকায় অঞ্চলসমূহকে ধরে রাখা অর্থ্যাৎ দখল টিকিয়ে রাখা।
গাজার সমগ্র জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত বা বেদখল করার লক্ষ্যে ইসরাইলের চাপের মধ্যে এই অনুমোদন দেয়া হয়েছে। ইসরাইল কর্তৃপক্ষ বলেছে, অভিযান সম্প্রসারনের পরিকল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে থাকবে, গাজায় বিজয় এবং এর অঞ্চলগুলোর দখল টিকিয়ে রাখা এবং গাজার জনগনকে তাদের সুরক্ষার জন্য দক্ষিন দিকে ঠেলে দেয়া।
লক্ষনীয় যে, গাজার সংখ্যাগরিষ্ট জনগোষ্ঠী ভূখন্ডটির দক্ষিন অংশে বসবাস করে। বিশেষভাবে গাজা নগরীতে তাদের প্রায় সবাই কমপক্ষে একবার হলেও বাস্তুচ্যুত হয়েছে সাম্প্রতিক যুদ্ধ শুরুর পর।
ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন মন্ত্রীর উপস্থিতিতে পরিকল্পনাটি কেবিনেটে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই পরিকল্পনার লক্ষ্য হচ্ছে গাজার শাসক হামাস গোষ্ঠীকে পরাজিত করা এবং এই অঞ্চলে জিম্মি করে রাখা লোকজনকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা।
ইসরাইলী কর্মকর্তাদের সূত্র জানায়, হামাসের বিরুদ্ধে শক্তিশালী হামলার পরিকল্পনা নেয়া হয়েছে। অবশ্য হামলার ধরন বা প্রকৃতি সম্পর্কে জানা যায়নি। ইসরাইলী মিডিয়া বলেছে, আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের এ অঞ্চলে সফরের আগে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে না।
গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, গত ১৮ মার্চ ইসরাইলের পুনরায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ২ হাজার ৪৩৬ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে গাজায় ইসরাইলী অভিযানে মৃতের সংখ্যা ৫২ হাজার ৬৩৫ জন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button