ঈদ উপলক্ষে এম্পাইয়ার স্টেট বিল্ডিং আলোকিত

New York’s Empire State Buildingপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিউইয়র্কের এম্পাইয়ার স্টেট বিল্ডিংকে সবুজ আলোতে সজ্জিত করা হয়েছে। শুক্রবার দিনগত রাতে এই আলোক সজ্জা করা হয়। স্থানীয় সময় রাত ২টা পর্যন্ত এই আকাশচুম্বি ভবনটিতে আলোক সজ্জা রাখা হয়।
ভবনটির এক মুখপাত্র বলেন, ‘এ ধরনের উৎসব উপলক্ষে কয়েক বছর ধরেই এখানে আলোকসজ্জা করা হয়।
ধর্মীয় উৎসব উপলক্ষে ছুটির দিনগুলোতে আকাশচুম্বি ভবনটিতে আলোকসজ্জা করা হয়। ইস্টারের দিন হালকা রং, হানুক্কাহ্র দিন নীল ও সাদা এবং বড়দিনে লাল ও সবুজ রঙের আলো দিয়ে ভবনটি সজ্জিত করা হয়।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button