অনলাইন আবেদন পদ্ধতি চালু
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যপদে আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর
লন্ডন বাংলা প্রেস ক্লাবে আগামী দু’বছরের জন্য মেম্বারশীপ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর। ২০২৬–২০২৭ মেয়াদের সদস্যপদ নবায়ন বা নতুন সদস্যপদের আবেদন গ্রহণ চলবে ওই দিন রাত ১২টা পর্যন্ত। এ বছর থেকে সম্পূর্ণ অনলাইন আবেদন পদ্ধতি চালু করা হয়েছে।
ফি সরাসরি জমা হবে ক্লাব ব্যাংক অ্যাকাউন্টে:
ক্লাব সেক্রেটারি তাইসির মাহমুদ জানান, প্রয়োজনীয় সব ডকুমেন্ট বা কাগজপত্র সহজেই অনলাইনে আপলোড করার সুবিধা রাখা হয়েছে। সদস্যপদের ফি সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে এবং অর্থপ্রদানের রসিদ আবেদন ফর্মের সঙ্গে সংযুক্ত করতে হবে। তাই অনুগ্রহ করে ব্যাংক ট্রান্সফারের স্ক্রিনশটটি রাখুন এবং ফর্মের সাথে সংযুক্ত করুন।
মেম্বারশীপের জন্য অনলাইন সাইন-আপ:
প্রথমে আপনার নাম, ইমেইল ঠিকানা এবং একটি পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলে যেকোনো সময় লগ-ইন করে আপনার আবেদনের অগ্রগতি দেখতে পারবেন।
আবেদন ফর্ম পূরণের জন্য সরাসরি: https://member.londonbanglapressclub.org/ লিংকে প্রবেশ করতে হবে।
মেম্বারশীপ পলিসি:
ক্লাবের ওয়েবসাইটে (https://londonbanglapressclub.org/) ফুল মেম্বারশীপ পলিসির বিস্তারিত তথ্য আছে। এছাড়া অনলাইন ফর্মের শুরুতেই পলিসি বা নিয়ম নীতি পড়ার সুযোগ রয়েছে। তবে সবগুলো নীতি সবার জন্য প্রযোজ্য নয়। পড়লেই সহজে বোঝা যাবে কার জন্য কোন নিয়ম প্রযোজ্য। এছাড়া এসোসিয়েট মেম্বার ও লাইফ মেম্বারের পলিসি একেবারে আলাদা।
নতুন আবেদনের ক্ষেত্রে প্রস্তাব, সমর্থনকারী ও মিডিয়া কর্মস্থলের রেফারেন্স লাগবে । ফর্মে বর্তমান মেম্বার থেকে সংশ্লিষ্ট কারো নাম প্রস্তাবক ও সমর্থক হিসেবে দিতে হবে। ইউকেতে নুন্যতম দু’বছর মিডিয়ায় সংশ্লিষ্ট থাকতে হবে।
রিপোর্টিং/ভিডিও/ফটো লিংক:
যারা প্রকাশিত ৫টি রিপোর্ট/ফটো দেবেন তারা স্ক্রিনশটটি সংযুক্ত করতে পারবেন। আর স্ট্যাটেলাইট টিভি/অনলাইন টিভি বা অনলাইন মিডিয়ার ক্ষেত্রে-প্রকাশিত লিংকটি অনলাইন আবেদনে সংযুক্ত করবেন।
অনলাইন মিডিয়া:
অনলাইন মিডিয়া থেকে যারা এবার নতুন আবেদন করবেন তাদের জন্য ফেসবুকের ক্ষেত্রে ন্যূনতম ১০ হাজার ফলোয়ার এবং ইউটিউবের ক্ষেত্রে নূন্যতম ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। পাশাপাশি ইউকেতে নিজস্ব কোম্পানি, নিজস্ব ওয়েবসাইট ও ব্যাংক একাউন্ট থাকতে হবে।
আবেদনকারিকে নিচের একাউন্ট নাম্বারে মেম্বারশীপের যথাযথ ফি পরিশোধ করে রিসিট আপলোড করে দিতে হবে। শুধুমাত্র নিজের ও নিজের পরিবারের সদস্যের একাউন্ট থেকে ট্রান্সফার করা যাবে।
Bank details:
London Bangla Press Club
Sort Code: 40-05-19
A/C No: 31 53 14 41
HSBC



