আল্লাহতে বিশ্বাসী ওবামাকে উৎখাত করতে হবে : ল্যারি কেম্যান

Kemanযুক্তরাষ্ট্রের রণশীল রাজনৈতিক গ্রুপের প্রতিনিধিত্বকারী থিংকট্যাংক ‘ফ্রিডম ওয়াচের’ মুখপাত্র ল্যারি কেম্যান বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা আল্লাহর প্রতি অনুগত। তিনি আমাদের সত্যিকারের প্রতিনিধি নন। তাই আরেকটি অহিংস আন্দোলনের প্রয়োজন হয়ে পড়েছে হোয়াইট হাউজ থেকে এই প্রেসিডেন্টকে অপসারণের জন্য।
গত রোববার ভার্জিনিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মৃতিসৌধ থেকে বের হওয়া সাবেক মার্কিন সৈন্যদের মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্যকালে ল্যারি কেম্যান এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমি আপনাদের সবার প্রতি উদাত্ত আহ্বান রাখছি আইন অমান্য আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আরেকটি অহিংস আন্দোলন রচনার জন্য এবং সে আন্দোলনের দাবি হবে এই প্রেসিডেন্ট উৎখাতের, এই প্রেসিডেন্টকে শহর ছাড়া করতে; জেগে উঠুন সবাই, কুরআনকে ঝেড়ে ফেলুন এবং এমন ব্যক্তির কবল থেকে সবাই মুক্ত হউন’।
বাজেট নিয়ে সৃষ্ট অচলাবস্থা প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘এ জন্যই নানা দুর্বিপাকে জনজীবন বিপর্যস্ত হচ্ছে’। ১৪ অক্টোবর এ সংবাদটি হাফিংটন পোস্টে প্রকাশের পর মুসলিম কম্যুনিটিতেই শুধু নয়, উদারপন্থী আমেরিকানদের মধ্যেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই সংবাদে বলা হয়েছে, মিছিলকারীরা টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ এবং আলাস্কার সাবেক গভর্নর সারাহ পলিনের সাথে সাক্ষাৎ করেন। তারাও রাষ্ট্র পরিচালনায় বারাক ওবামা ব্যর্থ বলে মন্তব্য করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button