তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে রেমিট্যান্স বন্ধ হবে : আমিরাতে মধ্যপ্রাচ্য বিএনপি নেতৃবৃন্দ

আরব আমিরাত থেকে ছালাহউদ্দিন : জনগণের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি উপক্ষো করে আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে এবং মধ্যপ্রাচ্যসহ  বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়া হবে। বক্তারা বলেন বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হামলা, মামলা, নির্যাতন ও গ্রেফতার অভিযান চালিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না বরং এ আন্দোলনের মাধ্যমেই তত্ত্বাবধায়ক দাবি আদায়ে বাধ্য করা হবে। গত ১৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রামাদা হোটেলের হলরুমে মধ্যপ্রাচ্য বিএনপি আয়োজিত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক মহাসমাবেশে বক্তারা এ কথা বলেন। আরব আমিরাত বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেনর সভাপতিত্বে ও মো. এনাম ফিরোজ কায়সারের উপস্থাপনায় অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক একরামুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যপ্রাচ্য বিএনপির সমম্বয়ক প্রকৌশলী মোহাম্মদ সালাহউদ্দিন সউদী আরব কেন্দ্রীয় বিএনপির সভাপতি আহম্মদ আলী মুকিব মো. নূরুল আলম, আবদুস সালাম তালুকদার, প্রকৌশলী আবদুস সালাম খান, হাজী মো. শরাফত আলী ও ইলিয়াছ চৌধুরীসহ অন্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button