আবদুল্লাহ আল মামুন বিশ্ব হিফজ প্রতিযোগিতায় প্রথম

Abdullahজনপ্রিয় টিভি ব্যক্তিত্ব প্রফেসর মোখতার আহমাদের পরিকল্পনা, প্রযোজনা ও উপস্থাপনায় বাংলাভিশনের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতামূলক ইসলামি রিয়্যালিটি শো ‘পবিত্র কুরআনের আলো-২০১৪’ এর অন্যতম প্রতিযোগী হাফেজ আবদল্লাহ আল মামুন গত ৮ জুলাই  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে।  প্রতিযোগিতা শেষে  মক্কার আমির মেশাল আবদুল্লাহ বিন আবদুল আযীয এবং রাবিতা আল-আলম আল-ইসলামীর মহাসচিব আবদুল্লাহ বিন মুহসিন তুর্কি হাফেজ আবদুল্লাহ আল মামুনের হাতে সনদ ও অর্থ পুরস্কার তুলে দেন। হাফেজ আবদুল্লাহ আল মামুন যাত্রাবাড়ীর  বিবির বাগিচার আলহাজ হাফেজ ক্বারি নাজমুল হাসান কর্তৃক পরিচালিত তাহফিজুল কুরআনওয়াছসুন্নাহ মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।
ইতঃপূর্বে বাংলাভিশনের ‘পবিত্র কুরআনের আলো-২০১৩’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ মো: যাকারিয়া গত ১০ এপ্রিল ২০১৪ মিসরের রাজধানী কায়রোতে ৫৫টি দেশের হাফেজদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল এবং এই প্রতিযোগিতায় ২০১৩ সালের  দ্বিতীয় স্থান অর্জনকারী হাফেজ ইমদাদুল্লাহ গত বছর রমজানে সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্ব হিফজ প্রতিযোগিতায় ৬৭টি দেশের মধ্যে প্রথম হয়েছিল। উল্লেখ্য, অনুষ্ঠানটি ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে বাংলাভিশন চ্যানেলে প্রচারিত হয়ে আসছে এবং এটিই এ জাতীয় অনুষ্ঠানের বাংলাদেশের পথপ্রদর্শক বলে আয়োজক কমিটি প্রধান ও প্রতিযোগিতার উপস্থাপক প্রফেসর মোখতার আহমাদ উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button