সারা দেশে বিজিবি মোতায়েন

BGBরাজধানী ঢাকাসহ সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা থেকে ৮০ প্লাটুন বিজিবি মোতায়নের কথা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজধানীতে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে রাজধানীতে আজ বিকেল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি’র যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, যেকোনো সহিংসতা ও অরাজকতা পরিহার করতে এবং নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারা অনুসারে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
কেউ এ নির্দেশ অমান্য করার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ডিএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button