ক্রিপ্টোকারেন্সির বাজারমূল্য এখন ৩ ট্রিলিয়ন ডলার

সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে উঠছে ক্রিপ্টোকারেন্সি। মূলধারার বিনিয়োগকারীরা ক্রমবর্ধমানভাবে ভার্চুয়াল মুদ্রার প্রতি ঝুঁকছে। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিজিটাল মুদ্রাগুলোর বাজারমূল্য। মুদ্রাগুলোর সম্মিলিত বাজারমূল্য এখন ৩ লাখ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করেছে।
ক্রিপ্টোকারেন্সির বাজার গবেষণা প্রতিষ্ঠান কয়েনগেকো ১০ হাজারেরও বেশি ক্রিপ্টোকারেন্সির দাম হিসাব করেছে। সংস্থাটির মতে, ক্রিপ্টোকারেন্সির মূল্য ৩ লাখ ৭০০ কোটি ডলারে পৌঁছেছে।
সুইসকোটের বিশ্লেষক আইপেক ওযকারডিসকায়া বলেন, অবিশ্বাস্য গতিতে ক্রিপ্টোকারেন্সির বাজার বিস্তৃত হচ্ছে। এর একটি অংশ অবশ্যই অনুমান। তবে আরেকটি অংশ বাস্তব। ক্রিপ্টো এখন ঐতিহ্যবাহী অর্থায়নের পথ তৈরি করছে। এজন্য মূলধারার বিনিয়োগকারীরা এখন ভার্চুয়াল মুদ্রায় ঝুঁকছেন।
বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন গত মাসে ৬৬ হাজার ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। গতকাল পুনরায় ৩ দশমিক ৬ শতাংশ বাড়ার পর ভার্চুয়াল মুদ্রাটির দাম ৬৮ হাজার ৫১৩ ডলারের সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। পাশাপাশি বাজারমূল্যের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথারিয়ামের দামও ৪ হাজার ৮৪০ কোটি ডলারের রেকর্ড স্পর্শ করেছে।
বিকল্প বিনিয়োগ তহবিল এআরকে৩৬-এর ক্রিপ্টো/ডিজিটাল সম্পদের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী পরিচালক মিকেল মোর্চ বলেন, অক্টোবরজুড়ে তুলনামূলক উল্লম্ব ও আকস্মিভাবে বিটকয়েনের মূল্য বেড়েছে। এ প্রবণতা অবিশ্বাস্যভাবে একটি শক্তিশালী বাজারকে নির্দেশ করে। যদিও এ ঊর্ধ্বগতি উদ্দেশ্যমূলক মনে হচ্ছে না। কারণ স্পট মার্কেটে বর্ধিত চাহিদার কারণে ক্রিপ্টোকারেন্সির দাম বাড়ছে।
এরই মধ্যে বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক জেপি মরগান বিটকয়েনের দামের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দ্বিগুণ করেছে। মার্কিন ব্যাংকটি বিটকয়েনের দীর্ঘমেয়াদি মূল্য ১ লাখ ৪৬ হাজার ডলার এবং স্বল্পমেয়াদি মূল্য ৭৩ হাজার ডলারে উন্নীত করেছে। ব্যাংকটির বিশ্লেষকদের মতে, ক্রিপ্টোকারেন্সির দাম বেড়ে এ স্তরে পৌঁছতে পারে। তবে শর্ত হলো, যদি ভার্চুয়াল মুদ্রার বাজার অস্থিরতা কমে যায় এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিওতে সোনার চেয়ে বিটকয়েনে বেশি বিনিয়োগ শুরু করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button