কাতারে ঈদ উদযাপন, বাঙালি প্রবাসীদের মিলন মেলা

Qatar Eidমুসা আহমেদ বখতপুরী, কাতার থেকে: আরব আমিরাতের সঙ্গে মিল রেখে কাতারেও উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সোমবার কাতারে স্থানীয়দের সঙ্গে সেখানে অবস্থিত বাংলাদেশি প্রবাসীরা একত্রে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেন।
কাতারে প্রতিবারের মতো এবারও স্থানীয় দোহা স্টেডিয়ামে ঈদের সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
এতে বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে হাজার হাজার বাংলাদেশি প্রবাসীরাও ঈদের নামাজে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে গোটা মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
এদিকে ঈদ উপলক্ষে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
সেই সঙ্গে বাংলাদেশ হাউজ অথাৎ বাংলাদেশ রাষ্ট্রদূতের বাসভবনে এদিন বাংলাদেশি প্রবাসীদের বিশেষ ভোজের নিমন্ত্রণও জানানো হয়েছে। আর এতে অংশ নিয়েছেন কাতার প্রবাসী হাজারো বাংলাদেশি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button