যুদ্ধনীতির বিরুদ্ধে ইসরাইলি নারীদের বিক্ষোভ

Israelইহুদিবাদী ইসরাইলের যুদ্ধকামীনীতি বিরুদ্ধে সেখানকার নারীরা বিক্ষোভ করেছেন। পূর্ব বায়তুল মুকাদ্দাসে অনুষ্ঠিত এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়া নারীরা ফিলিস্তিনি জনগণের প্রতি ইসরাইলি যুদ্ধবাজ নেতাদের আগ্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান। তারা এ সময় “অনেক হয়েছে আর নয়”এমন শ্লোগান সম্বলিত ফেষ্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। তারা আরো বলেছেন, “আমরা জীবনকেই পছন্দ করি; আমরা শান্তির প্রতি সমর্থন দেব।”
শুক্রবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্রতিবাদী নারীরা পূর্ব বায়তুল মুকাদ্দাসে ইসরাইলি সংসদ নেসেটের সামনে জড়ো হন এবং ফিলিস্তিন ইস্যুতে নমনীয় ও শান্তিপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে ইসরাইলি রাজনীতিবিদরে প্রতি আহ্বান জানান। এছাড়া গত গ্রীষ্মে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালানোর জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন।
ইসরাইলে আসন্ন সংসদ নির্বাচনের আগ মুহূর্তে নারীদের এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো। আগামী ১৭ মার্চ পূর্ব বায়তুল মুকাদ্দাস এলাকায় নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button