বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ খেলার সময়সূচি

ICCআগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে একাদশ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। একই দিনে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড।
তবে মাশরাফি-সাকিব-মুশফিকদের বিশ্বকাপ অভিযান শুরু হবে চার দিন পর ১৮ ফেব্রুয়ারি থেকে। প্রথম ম্যাচে টাইগাররা আফগানিস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশের অপর প্রতিপক্ষ হলো- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও স্কটল্যান্ড। এবার নিয়ে বাংলাদেশ ৫ম বারের মতো অংশ নিচ্ছে। ক্রিকেট ই একমাত্র খেলা যেটায় বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারছে। তবে আর কত বার খেলতে পারবে সেটাই প্রশ্ন। কারণ আইসিসি নতুন নতুন আইন করছে এর ফলে ভাল খেলা ছাড়া বিশ্বকাপে খেলা প্রায় অসম্ভব।
এদিকে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সময়ের পার্থক্য ৫/৬ থেকে ঘণ্টা হওয়ায় বাংলাদেশে অধিকাংশ ম্যাচই হবে সকাল সকাল। এমনকি স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচটি যখন টাইগাররা খেলবে তখন হয়তো অনেকেই ঘুম ঘুম চোখ নিয়ে টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন। কেননা, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।
এছাড়া অন্যান্য ম্যাচগুলো হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়, ও সাড়ে ৯টায়।
বাংলাদেশের ম্যাচের সময়সূচি:
তারিখ প্রতিপক্ষ সময় ভেন্যু
১৮ ফেব্রুয়ারি আফগানিস্তান ৯.৩০ ক্যানবেরা
২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ৯.৩০ ব্রিসবেন
২৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা, ৯.৩০ ডুনেডিন
৫ মার্চ স্কটল্যান্ড ৪.০০ নেলসন
৯ মার্চ ইংল্যান্ড ৯.৩০ অ্যাডিলেড
১৩ মার্চ নিউজিল্যান্ড ৭.০০ হ্যামিল্টন

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button