পাকিস্তানের শরিয়াহ আদালতে প্রথম নারী বিচারক

Pakistanপাকিস্তানের জাতীয় শরিয়াহ আদালতে প্রথম নারী বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন ৫৬ বছর বয়সী আশরাফ জেহান। ৩৩ বছরের শরীয়াহ আদালতের ইতিহাসে তিনিই এখনো পর্যন্ত নিয়োগ পাওয়া একমাত্র নারী।
জেহান অতিরিক্ত জজ হিসেবে দক্ষিণ সিন্ধ হাইকোর্টে কর্মরত ছিলেন। ইতিহাস গড়ে সোমবার করাচিতে শপথ গ্রহণ করেন তিনি। শরিয়াহ আদালতের প্রধান বিচারপতি আগা রফিক আহমাদ বলেছেন, শরিয়াহ আদালতে একজন নারীর বিচারক হিসেবে শপথ নেয়া ঐতিহাসিক ঘটনা। ১৯৮০ সালে সামরিক শাসক জিয়াউল হক পাকিস্তানে ইসলামি শরিয়াহ ভিত্তিক বিচার প্রার্থনার জন্য ভিন্ন আদালত গঠন করেন। প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ আল্লামা ত্বাকি উসমানি শরিয়াহ আদালতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button