আবারো শনিবার থেকে ৭২ ঘণ্টার অবরোধ

Oborudআবারো শনিবার ভোর ৬ টা থেকে মঙ্গলবার ভোর ৬ টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টার সড়ক-নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। একতরফা তফসিল ঘোষণা, বিরোধী দলের ওপর জুলুম নির্যাতন, শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার ও তাদের নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে এ অবরোধের ডাক দেওয়া হয়।
শুক্রবার রাত পৌনে ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবীর রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে গত মঙ্গলবার সকাল ৬টা থেকে শুক্রবার ভোর ৫ টা পর্যন্ত টানা ৭১ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছিল বিরোধী জোট। অবরোধ শেষ হওয়ার ১৬ ঘণ্টা পরই আবারো নতুন করে অবরোধ কর্মসূচির ঘোষণা করা হল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পক্ষ থেকে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button