ব্রিটেনের বিরুদ্ধে মামলা করবে ফিলিস্তিন

palestine১৯১৭ সালের বেলফোর ঘোষণার জন্য ব্রিটেনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার পরিকল্পনা নিচ্ছে ফিলিস্তিন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি মৌরিতানিয়ায় আরব লিগের এক বৈঠকে এ কথা বলেছেন। এই মামলা দায়ের করার জন্য তিনি আরব লিগের সহায়তা চেয়েছেন।
ঐতিহাসিক এই বেলফোর ঘোষণার ফলে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের দখলদারিত্ব কায়েম হয় এবং ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির পথ উন্মুক্ত হয়। ১৯১৭ সালের নভেম্বর মাসে বেলফোর ঘোষণায় তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর বলেছিলেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি জনগণের জন্য জাতীয় আবাসন গড়ে তোলার বিষয়ে ব্রিটিশ সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে।’
এই ঘোষণা ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের জন্য ডেকে আনে ইতিহাসের কলঙ্কিত অধ্যায় ‘নাকাবা দিবস’ বা বিপর্যয়ের দিন। ১৯৪৮ সালের এ দিনে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে কয়েক লাখ মানুষকে উচ্ছেদ করা হয়।
আরব লিগের সম্মেলনে রিয়াদ আল-মালিকি বলেছেন, ‘১৯১৭ সালের পর প্রায় ১০০ বছর পেরিয়ে গেছে। ব্রিটিশরা আমাদের জাতির বিরুদ্ধে যে অপরাধ করেছে এবং যার কারণে ১৯৪৮ সালের গণহত্যা হয়েছে, সে সব বিষয়ে এখন আমরা তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি মামলা করার পদক্ষেপ নেব।’
ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেলফোর ঘোষণার অধীনে পুরো ইউরোপ ও বিশ্বের অন্যান্য জায়গা থেকে লাখ লাখ ইহুদি জড়ো করা হয়েছে। আমাদের জনগণের জীবনের বিনিময়ে ইহুদিদের ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসের সুযোগ করে দেওয়া হয়। অথচ এইসব ফিলিস্তিনি হাজার বছর ধরে আমাদের এই ভূখণ্ডে বসবাস করে আসছিল।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button