ভিন্ন এক বাস্তবতায় বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত
সৌদি আরবসহ বিশ্বের বহু দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। করোনাভাইরাস মহামারির কারণে ঈদুল আযহা উদযাপনে ভিন্ন রকম আবহ তৈরি হয়েছে। এবারে কোরবানির আয়োজন যেমন ছিল সীমিত, তেমনি সবাই মিলে নামাজ পড়া বা আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত খাওয়ার মতো প্রচলিত রীতিতে দেখা গেছে বড় ধরণের পরিবর্তন। অনেকটা চার দেয়ালের মধ্যেই কাটছে বেশিরভাগ মানুষের ঈদ। সব মিলিয়ে, ভিন্ন এক বাস্তবতায় ঈদ উদযাপন হয়েছে। করোনাভাইরাস যেন ঈদে আনন্দের আবহকেই থমকে দিয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনেই ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও অন্যান্য দেশগুলোতে ঈদুল আজহা উদযাপন করা হয়। মিসর, লিবিয়া, তিউনিশিয়াসহ আফ্রিাকার দেশগুলোতেও ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিদ হয়েছে। ইউরোপের ব্রিটেন, রাশিয়াসহ কয়েকটি দেশের মুসল্লিরা সীমিত পরিসরে ঈদের নামাজ আদায় করেন।
ইরানে পবিত্র ঈদ উপলক্ষে মানুষ মসজিদে এবং ঈদগাহে গিয়ে ঈদের জামায়াতে শরিক হন। এ সময় তারা সৌদি আরবের মিনায় নিহত ইরানি হাজীদের স্মরণ করেন। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে পবিত্র হজের সময় মিনায় বহু হাজি নিহত হন। এর মধ্যে ইরানের অন্তত ৪৬৪ জন হাজি ছিলেন। ওই ঘটনার জন্য ইরান সৌদি আরবের আয়োজকদের অযোগ্যতাকে দোষারোপ করে আসছে।
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া শহরে কঠোর কারফিউ সত্ত্বেও বিপুল জনসমাগমের মাধ্যমে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে ওই এলাকায় ৩০ জুলাই থেকে আগামী ৯ আগস্ট পর্যন্ত ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমী কারফিউ জারি করেছেন।
এদিকে, তুরস্কের আয়া সোফিয়া মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক এ ভবনকে বহু বছর পর সম্প্রতি মসজিদে রূপান্তরিত করেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। সংসদের স্পিকার, পরিবহন ও অবকাঠামো মন্ত্রী এবং ইস্তাম্বুল শহরের গভর্নর আয়া সোফিয়া মসজিদের ঈদের জামায়াতে যোগ দেন।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায়ও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। রাজধানী দামেস্কসহ দেশের বিভিন্ন অঞ্চলে মসজিদে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ২৭ হাজারের বেশি মুসল্লি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আল-আকসা মসজিদ কম্পাউন্ডে নামাজ আদায় করেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়ও ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় এবং লোকজন কুরবানি করেন।