শাবি শিবির সভাপতিসহ ১৪ নেতাকর্মীকে বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতিসহ ১৪ নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ১৮৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রেজিস্ট্রার ইসফাকুল হোসেন জানিয়েছেন। গত ১৩ই ডিসেম্বর শিক্ষকের বাইক পোড়ানো, শিক্ষার্থীদের মানববন্ধনে হামলার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন শিবির সভাপতি সিভিল এন্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এহসানুল করিম, নৃবিজ্ঞান বিভাগের মুহিবুল্লাহ, এফইটির আবু ইউসুফ জাকির হোসাইন, বিএমবির সামসুজ্জামান, এফইটির মো. নাসিম হাসান, সমাজকর্মের মো. রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, আয়াত উল্লাহ, আজিজুল হক ও কাওসার আহমেদ, বাংলার বদরুল আলম, জিইবির শাহাবুদ্দিন, লোকপ্রশাসনের মো. সানাউল্লাহ এবং ইংরেজি বিভাগের মো. সুজন মিয়া।
শিবিরের প্রতিবাদ: ১৪ শিবির নেতাকর্মীকে আজীবন বহিষ্কারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা। এক তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় শিবির সভাপতি এহসানুল করিম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি গঠনতান্ত্রিক ও আদর্শবাদী সংগঠন। সন্ত্রাসী ও বিশৃঙ্খল কর্মকান্ডের সঙ্গে এর কোন নেতাকর্মীর কোন ধরনের সংশ্লিষ্টতা নেই এবং অতীতেও ছিলনা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন প্রকার সুষ্ঠু তদন্ত ছাড়াই এবং তথ্য প্রমাণ হাজির না করেই শিবির নেতাকর্মীদের সম্পূর্ণ অন্যায়ভাবে বহিষ্কার করেছে। এতে আমরা অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের গৃহীত সিন্ধান্ত পুনর্বিবেচনা করবে। শিঘ্রই স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি প্রদানের দাবি করেন তারা। অন্যথায় ইসলামী ছাত্রশিবির প্রশাসনের অন্যায় আচরণের প্রতিবাদে আন্দোলনের পথ গ্রহণ করতে বাধ্য হবে বলেও হুশিয়ারি দেন তারা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button