যুদ্ধজাহাজ ও টহল বিমান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

Fighterবাংলাদেশ নৌবাহিনীর বহর আরও দুটি অত্যাধুনিক টহল বিমান পেল। দেশেই প্রথমবারের মতো সংযোজিত হয়েছে অত্যাধুনিক টহল বিমান দুটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে এই মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট দুটির উদ্বোধন করেন।নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম ফরিদ হাবিব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।নতুন বিমান দুটি সমুদ্র এলাকায় সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিতে পারবে। জার্মানি থেকে আনা ডর্নিয়ের ২২৮ এনজি মডেলের টহল বিমান দুটি দেশেই সংযোজন করা হয়েছে।এর আগে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে জহুরুল হক ঘাঁটিতে পৌঁছালে নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী  কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন।টহল বিমানের কমিশনিং শেষে প্রধানমন্ত্রী  নেভাল বার্থে ‘বানৌজা দুর্জয়’, ‘বানৌজা নির্মূল’ ও ‘বানৌজা সুরমার’ কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন। এর মধ্যে ‘বানৌজা সুরমা’ তৈরি হয়েছে খুলনা শিপইয়ার্ডে।এই অনুষ্ঠানের মাধ্যমেই দেশের সবচেয়ে বড় ও আধুনিক যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধুকে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ প্রদান করা হয়।স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিনসহ স্থানীয় সাংসদরা এবং বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নেভাল অ্যাকাডেমিতে মধ্যাহ্ন ভোজের পর বেলা ২টায় হেলিকপ্টারে করে ফটিকছড়িতে যান শেখ হাসিনা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button