ইংল্যান্ডের প্রাথমিক দলে মঈন আলী

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ৩০ সদস্যের দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী। গত অ্যাশেজে টেস্ট ক্যারিয়ার থমকে যায় ইংলিশ অলরাউন্ডারের। ফর্মহীনতার কারণে অ্যাশেজের প্রথম টেস্টের পর দল থেকে বাদ পড়েছিলেন। পরে ‘আপাতত টেস্ট খেলব না’ বলে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন মঈন। ইসিবির লাল বলের চুক্তি থেকেও বাদ পড়েন ডানহাতি ক্রিকেটার। তবে কাউন্টিতে দাপুটে ক্রিকেট খেলছিলেন। তাতেই হয়তো আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন। গত এপ্রিলে জানিয়েছিলেন, টেস্টে ফিরতে প্রস্তুত তিনি। প্রস্তুত মঈনকে এবার দলে ডাকল বোর্ড। গত দুই মৌসুমে কাউন্টিতে দুর্দান্ত ক্রিকেট খেলা অলরাউন্ডার ড্যান লরেন্সও জায়গা পেয়েছেন প্রাথমিক দলে। চোট কাটিয়ে ফিরেছেন তিন পেসার জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার ও মার্ক উড। আগামী ১ জুলাই দুভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবেন প্রাথমিক দলে জায়গা পাওয়া ক্রিকেটাররা। তারপর প্রথম টেস্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে। সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী জুলাইয়ের ৮ তারিখে। উল্লেখ্য, সিরিজ খেলতে কদিন আগে ইংল্যান্ড পৌঁছে আইসোলেশনে আছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ও স্টাফরা। আইসোলেশন শেষে মাঠের প্রস্তুতিতে নেমে পড়বেন ক্যারিবিয়ানরা।
ইংল্যান্ডের ৩০ সদস্যের দল: জো রুট (অধিনায়ক), মইন আলী, জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, ডম বেস, জেমস ব্রেসি, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, জো ডেনলি, বেন ফোকস, লুইস গ্রেগোরি, কিটন জেনিংস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, জ্যামি ওভারটন, ম্যাট পার্কিনসন, অলি পোপ, অলি রবিনসন, ডম সিবলি, বেন স্টোকস, অলি স্টোন, অমর ভার্দি, ক্রিস ওকস ও মার্ক উড।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button