সৌদি আরবে ২৩ জন বাংলাদেশী হাজী মারা গেছেন

পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত ২৩ জন বাংলাদেশী মারা গেছেন। সর্বশেষ গত শনিবার রাতে মারা গেছেন ১ জন। তাদের মধ্যে ১৪ জন পবিত্র মক্কায়, ৭ জন পবিত্র মদীনায় ও বাকি ২ জন জেদ্দায় মারা যান। এদের মধ্যে পুরুষ ১৯ জন ও মহিলা ৪ জন। শনিবার মারা যান ঢাকার উত্তরা ৬নং সেক্টরের ১১নং রোডের বাসিন্দা মোহাম্মদ গোলাম কাদেরের ছেলে মোহাম্মদ শাহজাহান হাওলাদার (৫৯)। তার পাসপোর্ট নম্বর এএফ-৩৪৯৮২৬১। তিনি শনিবার স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে মদিনার আনসার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
জেদ্দায় বাংলাদেশী হজ মিশন জানিয়েছে, এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে হৃদরোগ ও বার্ধক্যের কারণ ছাড়াও সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কয়েকজন প্রাণ হারিয়েছেন। তাদের প্রায় সবাই ষাটোর্ধ্ব। ইন্তিকালের পর সবাইকে মক্কা ও মদিনায় দাফন করা হয়েছে। মৃত অন্য ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রোকেয়া খানম (৬৮), যশোরের চৌগাছার মুহাম্মদ নজরুল ইসলাম (৬১), বাগেরহাটের রামপালের মো. লোকমান হাকীম (৭১), নোয়াখালীর কবীরহাটের মোহাম্মদ বদরুদ্দুজা (৭২), নওগাঁর মহাদেবপুরের মো. কলিমুদ্দীন (৭৪), চট্টগ্রামের পতেঙ্গার জাফর আহমেদ (৬১), পাবনার আতাইকুলার মো. জামিন উদ্দিন প্রামাণিক (৬৬), চাঁপাই নবাবগঞ্জ, শিবগঞ্জের মো. মকবুল হোসাইন (৭৫), বগুড়ার সোনাতলার মো. কুরবান আলী প্রামাণিক (৮০), গাইবান্ধার পলাশবাড়ীর মো. হামিদুর রহমান (৫৮), নওগাঁর রাণীনগরের মো. মুজিবর সরদার (৭০) ও ইলিম ফকির (৭১), নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নাজমুন নাহার (৯২), কক্সবাজারের বানিয়াপাড়ার শাজাহান বেগম (৭০), রংপুরের গঙ্গাচরার মো. আবুল কালাম (৫০), গোপালগঞ্জের কাশিয়ানীর মো. শাখাওয়াত হোসাইন (৬৪), জয়পুরহাটের জব্বার মণ্ডলপাড়ার মোহাম্মদ আবুল মোমেন (৭৭), চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটের মো. গোলাম রব্বানী (৫৯), ব্রহ্মণবাড়িয়ার কসবা’র আফরোজা বেগম (৮৫), শেরপুরের শ্রীবর্দীর আবু হানিফা (৭০), বগুড়ার শিবগঞ্জের মো. আফসার আলী কাজী (৬৭)। আশকোনা হজ অফিস জানিয়েছে, সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় গত রোববার পর্যন্ত প্রায় ৭৫,৬০৯ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ বছর গাইডসহ ৯০,০০২ বাংলাদেশীর হজ পালনের কথা রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button