কওমি মাদরাসাগুলোতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

পবিত্র রমজানের ঈদ উপলক্ষে সারা দেশের ৬ হাজার ৯৭০টি কওমি মাদরাসায় ৮ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা অনুদান দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রোববার ইলেকট্রনিক ফান্ড টান্সফারের (ইএফটি) মাধ্যমে জেলা প্রশাসকদের ব্যাংক হিসেবে বরাদ্দকৃত অর্থ পাঠিয়ে দেয়া হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ঈদ উপলক্ষে রংপুর বিভাগের ৮৩৯টি কওমি মাদরাসায় ৯৪ লাখ ২৫ হাজার টাকা, রাজশাহী বিভাগের ৬৬২টি কওমি মাদরাসায় ৭৪ লাখ ৩৫ হাজার টাকা, খুলনা বিভাগের ৪৩১টি কওমি মাদরাসায় ৫৫ লাখ ৮০ হাজার টাকা, বরিশাল বিভাগের ২০২টি কওমি মাদরাসায় ২৬ লাখ ৩৫ হাজার টাকা, ময়মনসিংহ বিভাগের ৯৩৭টি কওমি মাদরাসায় ১ কোটি ৩১ লাখ ৫ হাজার টাকা, ঢাকা বিভাগের ২ হাজার ২০২টি কওমি মাদরাসায় ২ কোটি ৫৫ লাখ ৩০ হাজার, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ২১১টি কওমি মাদরাসায় ১ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা, সিলেট বিভাগের ৪৮৬টি কওমি মাদরাসায় ৪৮ লাখ ৬০ হাজার টাকা দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, কোনো মাদরাসার ছাত্র সংখ্যা ১০০ অথবা তার কম হলে ১০ হাজার টাকা, ছাত্র সংখ্যা ১০১ থেকে ২০০ এর মধ্যে হলে ১৫ হাজার টাকা এবং ২০১ ও তার অধিক হলে ২০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে রোজা উপলক্ষে এই মাসেই কওমি মাদরাসায় আর্থিক সহায়তা হিসেবে আট কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা দেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button