ব্রিটিশ-বাংলাদেশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

ব্রিটেনে আটকা পড়া বাংলাদেশীদের হাই কমিশনের সাথে যোগাযোগের পরামর্শ

ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটিশ-বাংলাদেশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘বিশ্বব্যাপী মারাত্মক করোনা ভাইরাসের সংক্রমণের ফলে ব্রিটেনে যে কয়েকজন ব্রিটিশ-বাংলাদেশী ভাই ও বোনের দুঃখজনক মৃত্যু হয়েছে, আমি তাদের রুহের মাগফেরাত কামনা করি ও তাদের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সেইসাথে আমি প্রার্থনা করি, মহান আল্লাহতা’লা যেন সবাইকে এ ভাইরাস মোকাবেলায় সব ধরনের বিধি-বিধান ও সতর্কতা মেনে চলার তৌফিক দান করেন ও আমাদের সকলকে এই মহামারি থেকে সুরক্ষা করেন।’
হাইকমিশনার সাইদা মুনা তাসনীম তার বার্তায় ব্রিটিশ-বাংলাদেশি নাগরিকদের ব্রিটিশ সরকার ঘোষিত লকডাউন এর নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন এবং পরিবারের বয়োঃজ্যেষ্ঠসহ ঝুঁকিপূর্ণদের বিশেষ সুরক্ষা ও যত্ন নেয়ার আহ্বান জানান।
সাইদা মুনা তাসনীম বর্তমানে ব্রিটেনে কোনো বাংলাদেশী নাগরিক কোনো কারণে আটকে পড়ে থাকলে ও বাংলাদেশে ফেরত যেতে চাইলে তাদেরকে বাংলাদেশ হাইকমিশন লন্ডনের ইমেইলে যোগাযোগ করার পরামর্শ দেন। নির্ধারিত ইমেইল হচ্ছে: hc@bhclondon.org.uk

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button