কেনিয়ায় শপিং মলে সশস্ত্র হামলায় নিহত ৩৯ জন

Nairobiকেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্টগেট বিপণি বিতানে সশস্ত্র হামলায় ৩৯ জন নিহত এবং দেড়শতাধিক আহত হয়েছেন। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সন্দেহভাজনদের বিরুদ্ধে সরকারি সৈন্যরা তল্লাশি চালাচ্ছে।
শনিবার স্থানীয় সময় দুপুরে যখন ওই হামলা শুরু হয়, অনেকেই ভেবেছিলেন ঘটনাটি কোনো ব্যাংক ডাকাতির মতো কোনো ঘটনা। কিন্তু বন্দুকধারীরা গুলি চালাতে শুরু করার পর লোকজন আতঙ্কিত হয়ে শপিং মল ছেড়ে পালাতে শুরু করলে সবার ভুল ভাঙে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালো পোশাক এবং মুখোশ পরা এক দল বন্দুকধারী যখন এই হামলা চালায় তখন শপিং মলটিতে ছিল প্রচন্ড ভিড়।
সুনীল সাচদেভ নামে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, দুপুরে নিজের অফিসে তিনি যখন কাজ করছিলেন তখন তিনি একটি বিকট শব্দ শুনতে পান। সেটি যে গ্রেনেড হতে পারে এমনটি তিনি কল্পনাও করেননি।
কিন্তু একের পর এক বিস্ফোরণ এবং গুলির শব্দে সবাই বুঝতে পারে যে ভয়ংকর কিছু ঘটেছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, হামলাকারীদের শপিং মলের একটি অংশে কোণঠাসা করে ফেলতে সক্ষম হয়েছেন তারা। তবে তারা এখনো সেখানে অনেককে জিম্মি করে রেখেছে। এদিকে দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বলেছেন, হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
উহুরু কেনিয়াত্তা বলেছেন, তার সরকার দেশের ভেতরে কিংবা বাইরে যে কোনো শত্রকে মোকাবেলা করতে প্রস্তুত। তিনি এই বিপদে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button