কারা হেফাজতে সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপকের মৃত্যু

বহুল আলোচিত হলমার্ক কেলেংকারী মামলার আসামি সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক কে এম আজিজুর রহমানের মৃত্যু হয়েছে। রোববার রাত পৌনে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে তার মৃত্যু হয়। হার্ট ও বহুমূত্রের সমস্যা নিয়ে তিনি মাস খানেক আগে বিএসএমএমইউয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী মানবজমিন অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৪ঠা অক্টোবর সোনালী ব্যাংক কর্মকর্তা আজিজুর রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদের মধ্যে ১৮ জনকে ১১টি মামলায় আসামি করা হয়েছে, এ কে এম আজিজুর রহমান যাদের একজন। ওই বছরের ১৪ই অক্টেবার রামপুরা এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button