ইউনাইটেড এয়ারওয়েজের ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট শুক্রবার শুরু

বাংলাদেশের অন্যতম বৃহত্তর বেসরকারী বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড শুক্রবার থেকে শুরু করতে যাচ্ছে ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট। সপ্তাহে তিনদিন ঢাকা থেকে সিঙ্গাপুর রুটে চলাচল করবে। ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন্ন স্পেশাল ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০,০৩০ টাকা এবং রিটার্ন ৩৬,৩২৩ টাকা (সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ)। প্রতি সোম, বুধ ও শনিবার ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে সকাল ৩ টায় ছেড়ে যাবে এবং সিঙ্গাপুরে পৌঁছাবে সকাল ৯ টায়। পুনরায় সিঙ্গাপুর থেকে সকাল ১০ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং দুপুর ১২ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে। ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশের পুঁজিবাজারে একমাত্র বিমান সংস্থা যা বর্তমানে ঢাকা থেকে আন্তর্জাতিক রুট জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালা লামপুর, ব্যাংকক, কাঠমুন্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কট ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ঢাকা থেকে আন্তর্জাতিক রুট ছাড়াও অভ্যন্তরীন সকল রুটে যেমন চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button