বরিশাল নগরীতে ১৮ দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

Borishalকড়া নিরাপত্তা উপস্থিতি উপেক্ষা করে বিপুল উপস্থিতির মধ্যে বরিশাল নগরীতে ১৮ দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। এতে জামায়াত-শিবিরের শত শত নেতাকর্মি সমাবেশে আসেন মাথায় কাপনের কাপড় পরে। পুলিশি বাধার কারনে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সমাবেশ করতে না পারলেও এই সমাবেশ অনুষ্ঠিত হয় জেলখানার মোড়ে। শুক্রবার সকাল ১০টায় বরিশাল ১৮ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হয়ে নগরীর সদর রোড টাউন হল চত্বরসংলগ্ন বিএনপি দলীয় কার্যালয়ের সামনে যেতে চাইলে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সামনে পুলিশ তাদের বাধা দেয়। বাধার মুখে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে তারা। বরিশাল ১৮ দলীয় জোটের আহ্বায়ক ও মহানগর বিএনপির সভাপতি সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবীব কামাল, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদ এমপি, মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, বরিশাল পশ্চিম জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, পূর্ব জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল জব্বার, ইসলামী ঐক্যজোটের সভাপতি আবুল কাসেম মো. শাজাহান, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবায়েদুল হক চান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, দণি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, উত্তর জেলা বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান শাহিন, মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্য আমিনুল ইসলাম খসরু, সেক্রেটারি জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বিএনপি নেতা জিয়া উদ্দিন সিকদার, মহানগর ছাত্রদলের সভাপতি খন্দকার আবুল হাসান লিমন, মহানগর ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ আল নাহিয়ান প্রমুখ। উপস্থিত ছিলেন সিনিয়র বিএনপি নেতা অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, মনিরুজ্জামান ফারুক, আলতাফ মাহমুদ সিকদার, আয়শা তৌহিদ লুনা, মীর জাহিদুল কবির, হাবিবুর রহমান টিপু, জেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ হাসান মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক এইচ এম তসলিম উদ্দিন, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, যুগ্ম আহবায়ক মশিউর রহমান মঞ্জু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুরুল আমিন কয়েস, নাজমুল হাসান ছবির, সাইফুল ইসলাম সুজন প্রমুখ। সমাবেবেশে সভাপতির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার এমপি বলেন, আওয়ামী লীগ অতীতেও ক্ষমতা কুক্ষিগত করার জন্য শেখ মুজিবের নেতৃত্বে একদলীয় শাসন তথা বাকশাল কায়েম করেছিল। কিন্তু তখন তাদের শেষ রক্ষা হয়নি। এখন শেখ হাসিনাও মতা কুগিত করে প্রহসনের নির্বাচন দেয়ার পায়তারা করছে। তার এই স্বপ্ন কখনওই বাস্তবায়িত হবেনা। তিনি বলেন, ২৭ অক্টোবরের পর থেকে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার কোনো বৈধতা থাকবে না। তাই সেদিনের পর থেকে দাপ্তরিক কাজ করার কোনো সাংবিধানিক বৈধতা তার নেই। অবৈধ এই সরকারকে ক্ষমতা থেকে টেনেহিচড়ে জনতার কাতারে নিয়ে আসবে দেশের জনগণ। বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবীব কামাল বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অবৈধ এই আওয়ামী লীগ সরকার ধানাইপানাই কথা বলছে, খালেদা জিয়ার নির্দেশ পেলে পুরো বরিশাল অচল করে দেয়ার হুমকি দিয়ে তিনি বলেন, প্রয়োজনে আওয়ামী লীগকে বরিশাল ছাড়া করা হবে। মহানগর জামায়াতের আমির ও বরিশাল ১৮ দলের সদস্য সচিব অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল বলেন, আজকে থেকে এই সরকার অবৈধ, আর অবৈধ এই সরকারের কথা শুনতে জনগণ ও প্রশাসন বাধ্য নয়। বিরোধী দলের নেতাকর্মিদের উপর জুলুম নির্যাতন বন্ধ করা না হলে অবৈধ এই সরকারকে করুণ পরিণতি বরণ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। ১৮ দলের সমাবেশ চলাকালে তিন দিক থেকে পুলিশ সমাবেশস্থল ঘিরে রাখে। পরে পৌনে ১২টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অন্যদিকে ১৮ দলীয় জোটের বিােভ সমাবেশ চলাকালে নগরীর সোহেল চত্বরস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হয় নেতাকর্মিরা। সেখানে কোনো সমাবেশ না করলেও ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল মহড়া দিতে দেখা গেছে। এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত র‌্যাব, পুলিশ ও আমর্ড পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক দল গাড়িযোগে নগরীতে টহল দেয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপপুলিশ কমিশনার টি. এম মুজাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ বিএমপি পুলিশের দেয়া শর্ত মেনে নেয়ায় তাদের সমাবেশ ও মিছিলের অনুমতি দেয়া হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button