যুক্তরাষ্ট্রকে ন্যাটোর সমর্থন ঘোষণা
ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে গুপ্তহত্যার ঘটনায় ইরানের প্রতিশোধের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পাশে থাকার ঘোষণা দিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো (নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন)। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের তাগিদ দিয়ে জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ সোমবার যুক্তরাষ্ট্রকে ওই আশ্বাস দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত শুক্রবার বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনাবাহিনী। সোমবার ওই অভিযানের বিষয়ে ন্যাটো জোটকে অবহিত করে যুক্তরাষ্ট্র।
সোমবার ন্যাটোর বৈঠক শেষে মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপকে ইরান সহায়তা করছে। আমরা এর নিন্দা জানাই। বৈঠকে মিত্ররা সবাই সংযম প্রদর্শন ও উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন। নতুন সংঘাত কারোরই স্বার্থ রক্ষা করবে না জানিয়েছেন স্টলটেনবার্গ। ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে গত বছর ইউরোপের কয়েকটি ন্যাটো মিত্রের মধ্যে বিরোধ তৈরি হয়। তবে সোমবার ন্যাটো সদর দফতরে দুই ঘণ্টার বৈঠকটি সফলভাবেই শেষ হয়।