৩৩টি স্কুলে জেএসসি পরীক্ষায় কেউ পাস করেনি

চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। তদন্ত করে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী জানান, এবার শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৩টি। গতবছর ২০১৮ সালে এ সংখ্যা ছিল ৪৩টি। অর্থাৎ এবার ১০টি শূন্যভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান কমেছে। অন্যদিকে, বেড়েছে শতভাগ পস করা প্রতিষ্ঠানের সংখ্যা। গতবছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ৪ হাজার ৭৬৯টি থাকলেও এবার এ সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৩টিতে। অর্থ্যাৎ বেড়েছে ৪৭৪টি।

শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলে তাদের সুযোগ-সুবিধা বাতিল করা হবে। এর আগে, মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফল তুলে দেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button