জামিনে মুক্তি পেয়েছেন আবদুল আউয়াল মিন্টু

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু। গতরাত সাড়ে ৭টায় কারাগারের ১নং ইউনিট থেকে তিনি মুক্তি পান। এ সময় কারা ফটকে তার ছেলেসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে আদালত থেকে তিনটি মামলায় জামিন পান তিনি। পরে আরও দু’টি মামলায় জামিন পাওয়ার পর গতকাল বিকেলে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। পরে কাগজপত্র যাচাই বাছাই করে সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মুক্তি দেয়া হয়। উল্লেখ্য, গত ৮ই নভেম্বর বিএনপি খালেদা জিয়ার বাসা থেকে বের হওয়ার পর গ্রেপ্তার হন ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু। পরে গত বছরের ৫ই মে মতিঝিলে হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনায় আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় ৫টি মামলা করে পুলিশ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button