মৃত্যুদণ্ডের ব্যাপারে একমত হননি এক বিচারপতি

জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে দোষী সাব্যস্ত করার ব্যাপারে আপিল বিভাগের পাঁচ বিচারপতি একমত হয়েছেন। তার বিরুদ্ধে আপিল করার যৌক্তিকতার বিষয়ও একমত হয়েছেন তারা। তবে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের ব্যাপারে অন্য চার জন বিচারপতির সঙ্গে একজন ভিন্নমত পোষণ করেছেন। প্রকাশিত রায়ের সংক্ষিপ্ত অংশে ভিন্নমত পোষণকারী বিচারপতির নাম বলা হয়নি। সম্পূর্ণ রায় পাওয়া গেলে ওই বিচারপতির নাম জানা যাবে। সাধারণত ভিন্নমত পোষণকারি বিচারপতিরাও আলাদা রায় লিখে থাকেন। প্রসঙ্গত বহুল আলোচিত ত্রয়োদশ সংশোধনী মামলার রায়েও তখনকার আপিল বিভাগের ৭ বিচারকের মধ্যে তিন জন ভিন্নমত পোষণ করেন। তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ চার বিচারপতির সংখ্যাগরিষ্ঠ রায়ের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়েছিল। বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া, নাজমুন আরা সুলতানা, মো. ইমান আলী ওই রায়ের ভিন্নমত পোষণ করেছিলেন। বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া ও ইমান আলী আলাদা রায়ও লিখেছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button