কানাডায় ১২ মুসলিমের অভূতপূর্ব বিজয়

কানাডায় গত ২১ অক্টোবর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জয় পেয়েছেন ১২ জন মুসলিম প্রার্থী। অভূতপূর্ব এই বিজয়। বিজয়ীদের মধ্যে চারজন নারীও রয়েছেন। জানা গেছে, ওই নির্বাচনে বিজয়ী মুসলিম প্রার্থীদের মধ্যে ১১ জন ক্ষমতাসীন লিবারেল পার্টি থেকে এবং একজন কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত হয়েছেন। ক্ষমতাসীন লিবারেল পার্টি এই নির্বাচনে ১৫৭ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। তবে গত নির্বাচনের তুলনায় তারা ২০ আসন কম পেয়েছে। বিপরীতে বিরোধী কনজারভেটিভদের আসন সংখ্যা ২৬টি বেড়ে ১২১ হয়েছে। কানাডার জাতীয় নির্বাচনে মুসলিম বিজয়ী প্রার্থীদের এই সংখ্যা অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে বেশি।

বিশ্লেষকদের দাবি, মুসলিম প্রার্থীদের এই অগ্রগতি কানাডিয়ান রাজনীতিতে ‘দৃষ্টিভঙ্গি’র পরিবর্তন এবং জাতীয় রাজনীতিতে মুসলিমদের জায়গা করে নেওয়ার প্রতি ইঙ্গিতবহ। বিজয়ী মুসলিম প্রার্থীদের মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওমর আল-গাবরা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি মিসিয়াগু সেন্টারে লিবারেল পার্টির হয়ে নির্বাচন করেন। মিসিয়াগুর পার্শ্ববর্তী ইরিন মাইলস থেকে লিবারেল পার্টির পক্ষে দ্বিতীয়বারের মতো বিজয় ছিনিয়ে এনেছেন ইকরা খালিদ। তার মাধ্যমেই এই আসনে প্রথমবারের মতো জয় পেল লিবারেলরা। আগে তিনি অন্য আসনে নির্বাচন করেন। একইভাবে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন অটোয়ার অ্যাডমন্টন ম্যানিং সেন্টারে জিয়াদ আবদুল তায়েফ, স্কারবো সেন্টারে সালমা ও অন্টারিয়ো রাইডিংয়ের আহমাদ হোসাইন। বর্তমান সরকারের অভিভাসনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আহমদ হোসাইন। বিজয়ী মুসলিম প্রার্থীদের মধ্যে আরো আছেন, আলী ইহসাসি, মাজিদ জাওহারি, ইয়াসমিন রাতানসি, সামির জুবাইরি, মারওয়ান তাবরানা, মারিয়াম মুনসেফ ও আরিফ ভিনারি। জায়েদ আবদুল তায়েফ কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত একমাত্র মুসলিম এমপি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button