বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো জিডিপি নিচের দিকে থাকলেও বাংলাদেশের অবস্থান উপরের দিকে

এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) এর কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেছেন, ‘২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি (গ্রস ডোমেস্টিক প্রডাক্ট) প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো জিডিপি অর্জনে নিচের দিকে থাকলেও বাংলাদেশ সব সেক্টরে ভালো করায় বাংলাদেশের অবস্থান উপরের দিকে আছে।’ রাজধানীর আগারগাঁওয়ে এডিবি কার্যালয়ে আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯ আপডেট প্রতিবেদন প্রকাশকালে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ‘এডিবি মনে করছে শিল্প খাতের উন্নয়নের ফলে এ প্রবৃদ্ধি হবে। বাংলাদেশ গার্মেন্টস সেক্টরে পণ্য রপ্তানিতে প্রায় ১০ শতাংশের উপরে জিডিপি অর্জন করেছে। এছাড়া বাংলাদেশের অবকাঠামোখাতে ব্যাপক উন্নয়নের ফলে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। যার ফলে বাংলাদেশে এখন ব্যাপক বিদেশি বিনিয়োগ আসছে। তবে এটা ধরে রাখা হলো একটি বড় চ্যালেঞ্জ।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button