এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ৭০তম বিবাহবার্ষিকী

Cameron outlines plans in Queen’s Speechব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ আজ (২০ নভেম্বর) তাদের ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন। চার সন্তানের মধ্যে তিনজনেরই (চার্লস, অ্যানি ও অ্যান্ড্রু) বিবাহ বিচ্ছেদ হলেও এই রাজদম্পতি কয়েক দশক ধরে একই সঙ্গে বসবাস করে আসছেন। তাদের দাম্পত্য জীবনে কোনো ধরনের কলহ বা দ্বন্দ্বের কথা জানা যায়নি।
এখন তারা সাত দশকপূর্ণ করা দম্পতিদের কাতারে শামিল হলেন। ১৯৪৭ সালের ২০ নভেম্বর ওয়েস্টমিনস্টারে তাদের বিয়ে হয়। তবে তাদের এই বিয়েবার্ষিকী উদযাপনে কোনো অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়নি। কেবল বিয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে স্থানীয় সময় বেলা ১টায় ওয়েস্টমিনস্টার অ্যাবের ঘণ্টা বাজানো হবে।
বার্কিংহাম প্রাসাদের এক মুখপাত্র জানান, এলিজাবেথ ও ফিলিপ দিনটি রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাটাবেন। এই রাজদম্পতির চার সন্তান, আট নাতি-নাতনি ও পাঁচ পুতি রয়েছে।
৯৬ বছর বয়সী ‘ডিউক অব এডিনবরা’ প্রিন্স ফিলিপ চলতি গ্রীষ্মকালের পর আর জনসম্মুখে আসেননি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button