মানবিক সহায়তায় সৌদী আরব বিশ্বে পঞ্চম

আন্তর্জাতিক ত্রাণ কর্মসূচীতে ১শ’ ২৮ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৬৫ মার্কিন ডলার প্রদান

সৌদী আরব মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে আরব বিশ্বে প্রথম এবং সমগ্র বিশ্বে ৫ম স্থান অধিকার করেছে। জাতিসংঘের ফাইনান্সিয়াল ট্র্যাকিং সার্ভিস প্লাটফর্ম কর্তৃক গত বুধবার প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, সৌদী আরব আন্তর্জাতিক ত্রাণ কর্মসূচীতে মোট ব্যয়ের ক্ষেত্রে ১শ’ ২৮ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৬৫ মার্কিন ডলার প্রদান করেছে। ২০১৯ সালে যুদ্ধ পীড়িত দেশ ইয়েমেনের জন্য আন্তর্জাতিক মানবিক সাহায্যের শতকরা ৩১.৩ শতাংশ অর্থাৎ ২১৬ বিলিয়ন ডলার প্রদান করেছে।

কিং সালমান হিউম্যানিটারিয়াল এইড এন্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) এর রয়াল কোর্টের উপদেষ্টা ও জেনারেল সুপারভাইজার ড: আব্দুল্লাহ আল-রাবিয়াহ বলেন, বিশ্বব্যাপী সহায়তা উদ্যোগের ক্ষেত্রে বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অশেষ সমর্থনের ফলশ্রুতিতে সৌদী আরব এমন অবস্থানে উপনীত হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button