মার্কিন বাজেট সঙ্কটের প্রভাব ব্যবসায় ও বেসরকারি খাতে

USযুক্তরাষ্ট্রে বাজেট পাস নিয়ে সৃষ্ট সঙ্কট ও অচলাবস্থার কারণে দেশটির ব্যবসায়-বাণিজ্য ও বেসরকারি খাতের ওপর তিকর প্রভাব পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী পেনি প্রিতজ্থকার এ কথা জানিয়েছেন ।
প্রিতজ্থকার বলেন, ‘বর্তমান অচলাবস্থা মার্কিন বাণিজ্যের জন্য মোটেই কল্যাণকর নয়। এটি সামগ্রিক অর্থনীতির জন্যও ভালো নয় এবং অবশ্যই এর একটি নেতিবাচক প্রভাব রয়েছে।’ ইন্দোনেশিয়ার বালিতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা অ্যাপেকের শীর্ষ সম্মেলনের বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রিতজ্থকার আরো বলেন, ‘আমাদেরকে যুক্তরাষ্ট্রে ব্যবসায় নিয়েই চলতে হবে। সে কারণে আমি আশা করি, শিগগিরি এ অচলাবস্থার অবসান হবে।’ তিনি জানান, গত পয়লা অক্টোবর বেসরকারি খাতের দেয়া একটি বার্তা মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপডেট করা যায়নি। কারণ সেখানে এ কাজের জন্য এখন আর কোনো লোক নেই। ছয় দিন আগে যুক্তরাষ্ট্রে বাজেট পাস নিয়ে মতাসীন ডেমোক্র্যাট ও বিরোধী রিপাবলিকান দলের মধ্যে এ অচলাবস্থা দেখা দেয়। প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য প্রকল্প বাতিল করা নিয়ে রিপাবলিকানদের দাবি না মানায় বাজেট পাসের েেত্র কংগ্রেসে দুই দল একমত হয়নি। ফলে সরকারি খাতের আট লাখ কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে। এ ছাড়া অর্থের অভাবে অনেক সরকারি সেবা খাত বন্ধ করে দিতে বাধ্য হয়েছে মার্কিন সরকার।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button